১৮৯৬ গ্রীষ্মকালীন অলিম্পিকে ইতালি
ইতালি হতে একজন প্রতিযোগী ১৮৯৬ গ্রীষ্মকালীন অলিম্পিক-এ অংশগ্রহণ করে। ১৮৯৬ সালের অলিম্পিকে অংশ নিয়ে পদক জয়ে ব্যর্থ হওয়া চারটি দেশের একটি ছিল ইতালি; সুইডেন, চিলি এবং বুলগেরিয়া ছিলো অপর তিনটি দেশ। ইতালির প্রতিযোগী রিভাবেল্লা শুটিং-এর একটি ইভেন্টে অংশ নেন।
অলিম্পিক গেমসে ইতালি | ||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ||||||||||||
১৮৯৬ গ্রীষ্মকালীন অলিম্পিক অ্যাথেন্স | ||||||||||||
প্রতিযোগী | ১টি ক্রীড়ায় ১ জন | |||||||||||
পদক | স্বর্ণ ০ |
রৌপ্য ০ |
ব্রোঞ্জ ০ |
মোট ০ |
||||||||
অলিম্পিক ইতিহাস | ||||||||||||
গ্রীষ্মকালীন গেমস | ||||||||||||
|
||||||||||||
শীতকালীন গেমস | ||||||||||||
|
আরেকজন ইতালীয় কার্লো আইরোলদি অ্যাথেন্সে উপস্থিত ছিল। তিনি মিলান থেকে পায়ে হেঁটে এথেন্স ভ্রমণ করেছিলেন, যা ছিল ২৮ দিনের। কিন্তু তাকে অযোগ্য হিসেবে ঘোষণা করা হয় কারণ তিনি পেশাদার ছিলেন না এবং এর আগের বছর তিনি মিলান-বার্সেলোনা শরীরচর্চা ইভেন্টে প্রাইজমানি পেয়েছিলেন।
ইভেন্ট অনুযায়ী ফলাফল
শ্যুটিং
জুজেপ্পে রিভাবেল্লা ৮৪৫ এর কম স্কোর করেন এবং তার অবস্থান ১৪তম থেকে ৪১তম এর মধ্যে ছিল।
ইভেন্ট | স্থান | শ্যুটার | স্কোর | হিট |
---|---|---|---|---|
মিলিটারি রাইফেল | – | জুজেপ্পে রিভাবেল্লা | অজানা | |
তথ্যসূত্র
- Lampros, S.P.; Polites, N.G.; De Coubertin, Pierre; Philemon, P.J.; & Anninos, C. (১৮৯৭)। The Olympic Games: BC 776 – AD 1896। এথেন্স: চার্লস বেক। (-এ ডিজিটালরূপে উপলব্ধ)
- ম্যালন, বিল; ও উইডলুন্ড, টুর (১৯৯৮)। The 1896 Olympic Games. Results for All Competitors in All Events, with Commentary। জেফারসন: ম্যাকফারল্যান্ড। আইএসবিএন 0-7864-0379-9। (উদ্ধৃত -এ উপলব্ধ)
- স্মিথ, মাইকেল লুয়েলিন (২০০৪)। Olympics in Athens 1896. The Invention of the Modern Olympic Games। লন্ডন: প্রোফাইল বই। আইএসবিএন 1-86197-342-X।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.