১৮ নং ক্রোমোজোম (মানবদেহ)
১৮ নং ক্রোমোজোম হল মানবদেহে বিদ্যমান ২৩ জোড়া ক্রোমোজোমের একটি। মানুষের সাধারণত ক্রোমোজোমে দুই সেট থাকে। ১৮ নং ক্রোমোসমে ৮০ মিলিয়ন ভিত্তি জোড়া (যা ডিএনএ তৈরীর মূল উপাদান) থাকে, যা কোষে অবস্থিত মোট ডিএনএ-এর ২.৫%।
১৮ নং ক্রোমোজোম (মানবদেহ) | |
---|---|
![]() ১৮ নং মানব ক্রোমোজোমের জোড়া (জি ব্র্যান্ডিং-এর পরে)।
একটি মাতা হতে, আরেকটি পিতা হতে। | |
![]() মানব পুরুষ ক্যারিওগ্রাম-এ ১৮ নং ক্রোমোজোমের জোড়া। | |
বৈশিষ্ট্য | |
দৈর্ঘ্য (bp) | ৮০,৩৭৩,৩৮৫ bp |
জিনের সংখ্যা | ৬৫৭ |
ধরণ | অটোজোম |
সেন্ট্রোমিয়ারের অবস্থান | সাবমেটাসেন্ট্রিক[1] |
শনাক্তকারী | |
রেফসেক | NC_000018 (ইংরেজি) |
জেন ব্যাংক | CM000680 (ইংরেজি) |

১৮ নং মানব ক্রোমোজোমের ইডিওগ্রাম। Mbp অর্থ মেগা ভিত্তি জোড়া।
গবেষকগণ প্রত্যেক ক্রোমোজমে অবস্থিত জীনের সংখ্যা নির্ধারণে বিভিন্ন পন্থা অনুসরণ করে। আনুমানিক এই জীনের সংখ্যার কিছুটা কম বেশি হতে পারে। ক্রোমোসম ১৮ সম্ভবত ৩০০ থেকে ৪০০ পর্যন্ত জীন ধারণ করে।
তথ্যসূত্র
- "Table 2.3: Human chromosome groups"। Human Molecular Genetics [মানব আনবিক জীনতত্ত্ব] (ইংরেজি ভাষায়) (২য় সংস্করণ)। গারল্যান্ড সাইন্স। ১৯৯৯।
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.