হোর্হে ভালদানো

হোর্হে অ্যালবের্তো ফ্রান্সিস্কো ভ্যালদানো ক্যাস্তেয়ানোস (জন্ম ৪ অক্টোবর ১৯৫৫) হলেন একজন প্রাক্তন আর্জেন্টিনীয় ফুটবলার, কোচ এবং স্পেনীয় ক্লাব রিয়াল মাদ্রিদের প্রাক্তন জেনারেল ম্যানেজার। তিনি সান্তা ফে প্রদেশের লাস পারেজাসে জন্ম গ্রহণ করেন।

হোর্হে ভ্যালদানো
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম হোর্হে অ্যালবের্তো ফ্রান্সিস্কো ভ্যালদানো ক্যাস্তেয়ানোস
জন্ম (1955-10-04) ৪ অক্টোবর ১৯৫৫
জন্ম স্থান লাস পারেজাস, আর্জেন্টিনা
উচ্চতা ১.৮৮ মিটার (৬ ফুট ২ ইঞ্চি)
মাঠে অবস্থান ফরোয়ার্ড
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন*
বছর দল উপস্থিতি (গোল)
১৯৭৩–১৯৭৫ নিওয়েল’স ওল্ড বয়েজ ৪৯ (১২)
১৯৭৫–১৯৭৯ দেপোর্তিও আলাভেস ৬৩ (২১)
১৯৭৯–১৯৮৪ রিয়াল জারাগোজা ১৪৩ (৪৭)
১৯৮৪–১৯৮৭ রিয়াল মাদ্রিদ ৮৫ (৪০)
মোট ৩৪০ (১২০)
জাতীয় দল
১৯৭৫–১৯৯০ আর্জেন্টিনা ২৩ (৭)
দলসমূহ পরিচালিত
১৯৯১–১৯৯২ রিয়াল মাদ্রিদ (যুব দল)
১৯৯২–১৯৯৪ তেনেরিফ
১৯৯৪–১৯৯৬ রিয়াল মাদ্রিদ
১৯৯৬–১৯৯৭ ভ্যালেন্সিয়া
  • পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে।
† উপস্থিতি(গোল সংখ্যা)।

বৃত্তান্ত

ভ্যালদানোকে অনেক সময় ফুটবলের প্রদর্শক নামে ডাকা হয়। মেক্সিকোতে ১৯৮৬ ফিফা বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলের সদস্য ছিলেন তিনি। প্রতিযোগিতার ফাইনাল খেলায় পশ্চিম জার্মানির বিপক্ষে আর্জেন্টিনার হয়ে তিনি দ্বিতীয় গোলটি করেন, যেখানে আর্জেন্টিনা ৩–২ গোলের ব্যবধানে জয় লাভ করে। ভ্যালদানো স্পেনীয় ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে খেলেছেন এবং পরবর্তীতে তিনি ক্লাবটির খেলাধুলা বিষয়ক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

তথ্যসূত্র

    বহিঃসংযোগ

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.