হোমাঁ সাইস

হোমাঁ গেনেম পল সাইস (জন্ম: ২৬ মার্চ ১৯৯০) হলেন মরক্কোর একজন পেশাদার ফুটবলার, যিনি ইংরেজ ক্লাব উভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স এবং মরক্কো জাতীয় দলের হয়ে একজন রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। এছাড়াও তিনি মাঝে মাঝে একজন মধ্যমাঠের খেলোয়াড় হিসেবেও খেলে থাকেন।

হোমাঁ সাইস
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম হোমাঁ গেনেম পল সাইস[1]
জন্ম (1990-03-26) ২৬ মার্চ ১৯৯০
জন্ম স্থান বুর্গ-দে-পেয়াজ, ফ্রান্স
উচ্চতা ১.৯০ মিটার (৬ ফুট ৩ ইঞ্চি)
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড় /
মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান ক্লাব উভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স
জার্সি নম্বর ২৭
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন*
বছর দল উপস্থিতি (গোল)
২০১০–২০১১ ভেলঁন্স ১৩ (৪)
২০১১–২০১৩ ক্লেরমন্ত ৪৮ (১)
২০১৩–২০১৫ লে আভ্রে ৬১ (৩)
২০১৫–২০১৬ অ্যাঞ্জার্স ৩৫ (২)
২০১৬– উভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স ৫৮ (৪)
জাতীয় দল
২০১২– মরক্কো ১৮ (১)
  • পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে এবং ২১ মার্চ ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

† উপস্থিতি(গোল সংখ্যা)।

‡ জাতীয় দলের হয়ে খেলার সংখ্যা এবং গোল ৭ মার্চ ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

আন্তর্জাতিক ক্যারিয়ার

২০১৮ সালের ১৭শে মে তারিখে, তিনি রাশিয়ায় অনুষ্ঠিত ২০১৮ ফিফা বিশ্বকাপের জন্য ঘোষিত ২৩ সদস্যের মরক্কো দলে স্থান পান।[2]

ক্যারিয়ার পরিসংখ্যান

আন্তর্জাতিক

১১ নভেম্বর ২০১৭ পর্যন্ত হালনাগাদকৃত।[3]
জাতীয় দলসালউপস্থিতিগোল
মরক্কো ২০১২
২০১৩
২০১৪
২০১৫
২০১৬
২০১৭১২
মোট১৮

তথ্যসূত্র

  1. "Retained List 2016–17" (PDF)। English Football League। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০১৭
  2. "Boufal left out of Morocco squad"
  3. "Saïss, Romain"National Football Teams। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০১৬

বহিঃসংযোগ

টেমপ্লেট:Wolverhampton Wanderers F.C. squad


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.