হিরাক্লিয়াস

হিরাক্লিয়াস বা ফ্ল্যাভিয়াস হিরাক্লিয়াস অগাস্টাস (৫৭৫-১১ জানুয়ারি,৬৪১খৃ.) ছিলেন একজন বাইজান্টাইনীয় এবং প্রাচ্যীয় রোমান সম্রাট যিনি ৬১০ থেকে ৬৪১ খ্রিষ্টাব্দ পর্যন্ত ক্ষমতায় ছিলেন|[1] তার পিতা হিরাক্লিয়াস দ্য এল্ডারের মৃত্যুর পর তিনি সিংহাসনে আরোহণ করেন| তিনিই প্রথম গ্রিক ভাষাকে দাপ্তরিক ভাষা হিসেবে প্রবর্তন করেন| তিনি তৎকালীন স্যাসানিড সম্রাট দ্বিতীয় খসরুকে যুদ্ধে পরাজিত করেন| খ্রিষ্টধর্ম এবং ইসলাম ধর্মের তৎকালীন ইতিহাসেও তার উপস্থিতি ও গুরুত্ব বিদ্যমান|

হিরাক্লিয়াস
বাইজেন্টাইন সাম্রাজ্যের সম্রাট
সম্রাট হিরাক্লিয়াস এর ট্রিমিসিস
রাজত্বকালঅক্টোবর ৫, ৬১০  – ফেব্রুয়ারী ১১, ৬৪১
রাজ্যাভিষেকঅক্টোবর ৫, ৬১০
পূর্ণ নামফ্লেবিয়াস হিরাক্লিয়াস অগাস্টাস
জন্মসি. ৫৭৫
জন্মস্থানকাপ্পাদকিয়া, অধুনাতন তুরস্ক
মৃত্যুফেব্রুয়ারী ১১, ৬৪১ (বয়স ৬৫ অথবা ৬৬)
পূর্বসূরিফোকাস
উত্তরসূরিকনস্টান্টটাইন ৩
হিরাক্লোনাস
দাম্পত্যসঙ্গীইডোকিয়া
মার্টিনা
সন্তানাদিকনস্টান্টটাইন ৩
হিরাক্লোনাস
রাজবংশহিরাক্লাইন ডাইনাস্টি
পিতাহিরাক্লিয়াস দ্যা এল্ডার
মাতাইপিফানিয়া

ইসলামী ঐতিহ্যে হিরাক্লিয়াস

ইসলামিক ঐতিহ্যে হিরাক্লিয়াসের অবস্থান গুরুত্বপূর্ণ| ইসলামের তথ্য লিপিসমূহে তাকে হিরাকল নামে চিহ্নিত করা হয়েছে| ইসলামের প্রচলিত ঐতিহাসিক তথ্যানুসারে, ইসলামের নবী মুহাম্মদ (সাঃ) হিরাক্লিয়াসের কাছে দাহিইয়া কাল্ববী নামক সাহাবী ও বার্তাবাহক দূতের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণের আহবান জানিয়ে পত্র প্রেরণ করেছিলেন| পত্র পড়ে হিরাক্লিয়াস নিকটে বাণিজ্যরত কুরাইশ নেতা আবু সুফিয়ান(পরবর্তীতে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হন) ও তার সাথের লোকদেরকে রাজসভায় ডেকে আনেন এবং প্রশ্নোত্তরের মাধ্যমে নবী মুহাম্মাদ সম্পর্কে জেনে নবী হিসেবে তার মাঝে সকল বৈশিষ্ট খুজে পান| তিনি রাজসভায় উপস্থিত জনগণকে মুহাম্মদের নবীত্ব মেনে নিতে আহবান জানালে জণগণ ক্ষেপে যায় এবং ক্ষমতাচ্যুত হওয়ার আশঙ্কায় তিনি তার বাহ্যিক মত পরিবর্তন করে পূর্বের অবস্থানে ফিরে যান|[2]

তথ্যসূত্র

  1. Fox, Clifton R. (মার্চ ২৯, ১৯৯৬)। "What, if anything, is a Byzantine?"Lone Star College–Tomball। সংগ্রহের তারিখ অক্টোবর ২১, ২০০৯
  2. ইমাম বুখারী। সহিহ বুখারী। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। পৃষ্ঠা ৯। (১ খন্ড)

উপরন্তু পড়ুন

বহিঃসংযোগ

হিরাক্লিয়াস
Heraclian Dynasty
জন্ম: ca. 575 মৃত্যু: 11 February 641
শাসনতান্ত্রিক খেতাব
পূর্বসূরী
Phocas
Byzantine Emperor
610–641
with Constantine III from 613
উত্তরসূরী
Constantine III and Heraklonas
রাজনৈতিক দপ্তর
পূর্বসূরী
Imp. Caesar Flavius Phocas Augustus, 603, then lapsed
রোমান সাম্রাজ্য এর বাণিজ্যদূত
৬০৮
with Heraclius the Elder
উত্তরসূরী
Lapsed, then Imp. Caesar Constantinus Augustus in 642
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.