হিজলা সরকারি কলেজ
হিজলা সরকারি কলেজ বাংলাদেশের বরিশালে হিজলায় অবস্থিত একটি সরকারি কলেজ । এই কলেজটি হিজলা কলেজ নামে পরিচিত।[2] আধুনিক সুযোগ সুবিধা সহ শ্রেণীকক্ষ, গবেষণাগার, গ্রন্থাগার এবং সাধারণ কক্ষ রয়েছে। কলেজ রাজনৈতিক অস্থিরতা থেকে মুক্ত ফলে কলেজটি উপজেলার অন্যতম কলেজের স্বীকৃতি পেয়েছে।
![]() | |
নীতিবাক্য | শিক্ষা. শান্তি. প্রগতি |
---|---|
ধরন | সরকারি কলেজ |
স্থাপিত | ১৯৮৪ [1] |
অধ্যক্ষ | আ: রাজ্জাকক খান |
ঠিকানা | খুন্নাগেবিন্দপুর , হিজলা, বরিশাল , |
শিক্ষাঙ্গন | উশহর |
সংক্ষিপ্ত নাম | হি.স.ক |
অধিভুক্তি | জাতীয় বিশ্ববিদ্যালয় ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল |
ওয়েবসাইট | hizladegreecollege |
ইতিহাস
বরিশাল জেলার তথা হিজলা উপজেলার ঐতিয্যবাহী কলেজ হলো হিজলা ডিগ্রী কলেজ । এই কলেজটি ১৯৮৪ সালে প্রতিস্ঠিত হয়। এই কলেজে প্রায় ৩০০০ জন ছাত্র ছাত্রি পড়াশোনা করে। বর্তমানে এই কলেজের প্রিন্সিপল হলেন জনাব আ: রাজ্জাকক খান। এই কলেজে এইচ এসসি, বিএ (পাসকোর্স) বাণিজ্য শাখায় পড়াশোনা করা যায়। পাসের হার শতকরা ১০০%। এছাড়া এইচ এস সি কারীগরি এবং বি এ উন্মক্ত পড়াশোনা করা যায়। [3]
অবস্থান
হিজলা উপজেলা চত্বর থেকে মাত্র ০৫ মিনিটের মধ্যে অত্র কলেজে যাওয়া যায়। কলেজটি হিজলা উপজেলার খুন্নাগেবিন্দপুর মৌজায় অবস্থিত।[4]
অনুষদসমূহ
- উচ্চ মাধ্যমিক
- মানবিক বিভাগ,
- ব্যবসায় শিক্ষা,
- বিজ্ঞান বিভাগ,
- স্নাতক
- বি.এ,
- বি.এস.এ.
- বি.বি.এস,
- স্নাতক সম্মান
- হিসাববিজ্ঞান
- ইংরেজি
- রাষ্ট্রবিজ্ঞান
- ইসলামের ইতিহাস
সুযোগ সুবিধা
- গ্রন্থাগারঃ শিক্ষার্থীদের জ্ঞানার্জনের চাহিদা পূরণের জন্য আছে সমৃদ্ধ গ্রন্থাগার।
- কম্পিউটার ল্যাবঃ জ্ঞানভিত্তিক সমাজ গঠন ও বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় তথ্যপ্রযুক্তি নির্ভর শিক্ষাব্যবস্থার কোন বিকল্প নেই। বর্তমান তথ্য প্রযুক্তিনির্ভর ডিজিটাল বাংলাদেশ গড়ার সরকারি প্রচেষ্টার অংশ হিসেবে এই কলেজে কম্পিউটার শিক্ষার জন্য অত্যাধুনিক একটি কম্পিউটার ল্যাব রয়েছে।
- শ্রেণীকক্ষঃ ডিজিটল কন্টেন্ট নির্ভর পাঠদানের লক্ষ্যে চালু করা হয়েছে মল্টিমিডিয়া শ্রেণীকক্ষ।
আরও দেখুন
তথ্যসূত্র
- HIZLA COLLEGE - 1121 এনইউইনফো
- সরকারি হলো ২৭১ কলেজ দৈনিক ইত্তেফাক | ১৩ আগস্ট ২০১৮
- হিজলা ডিগ্রী কলেজ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন
- Hizla Government College BangladeshPlaces.com