হিগস বোসন

হিগস বোসন বা হিগস কণা বা ঈশ্বর কণা (ইংরেজি ভাষায়: Higgs boson বা Higgs particle; God Particle) পদার্থবিজ্ঞানের স্ট্যান্ডার্ড মডেলের প্রস্তাবিত মৌলিক কণা। হিগস ক্ষেত্র এবং তার সহযোগী হিগস বোসন অস্তিত্ব সহজ কয়েকটি পদ্ধতির মাধ্যমে[4] কিভাবে কিছু প্রাথমিক কণা ভর আছে ব্যাখ্যা করা হবে।স্ট্যান্ডার্ড মডেল বলছে এই কণার হিগস ক্ষেত্র, যা অ শূন্য শক্তি আছে সর্বত্র এমনকি অন্যথায় ফাঁকা জায়গাও, সাথে আলাপচারিতার দ্বারা ভর অর্জন। পদার্থবিজ্ঞানী পিটার হিগসসত্যেন্দ্রনাথ বসু-এর নামে এই কণার নামকরণ করা হয়।

হিগস বোসন
One possible signature of a Higgs boson from a simulated proton–proton collision. It decays almost immediately into two jets of hadrons and two electrons, visible as lines.[Note 1]
গঠনমৌলিক কনা
পরিসংখ্যানবোসনিক
অবস্থাTentatively observed – a boson "consistent with" the Higgs boson has been observed, but as of July 2012, scientists have not conclusively identified it as the Higgs boson.[1]
প্রতীকH0
তত্ত্বR. Brout, F. Englert, P. Higgs, G. S. Guralnik, C. R. Hagen, and T. W. B. Kibble (1964)
আবিষ্কারtentatively announced July 4, 2012 (see above), by the ATLAS and CMS teams at the Large Hadron Collider
ধরন1 in the Standard Model;
5 or more in supersymmetric models
ভর125.3±0.6GeV/c2,[2]126GeV/c2[3]
ইলেকট্রিক চার্জ
Spin

১ম ধারণা দেন সত্যেন্দ্রনাথ বসু ১৯২৪ সালে। তিনি এই বিষয় নিয়ে গবেষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা ল্যাবে।

২য় ধারণা দেন পিটার হিগজ ১৯৬৪ সালে। এবং এর অস্তিত্ব আবিষ্কার হয় ২০১২সালে।

পাদটীকা

  1. Note that such events also occur due to other processes. Detection involves a statistically significant excess of such events at specific energies.

তথ্যসূত্র

  1. "CERN experiments observe particle consistent with long-sought Higgs boson"। CERN press release। ৪ জুলাই ২০১২। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০১২
  2. Taylor, Lucas (৪ জুলাই ২০১২)। "Observation of a New Particle with a Mass of 125 GeV"CMS Public Website। CERN।
  3. "Latest Results from ATLAS Higgs Search"। ATLAS। ৪ জুলাই ২০১২। ৭ জুলাই ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০১২
  4. "Higgs Missing Report"। Fermi National Accelerator Laboratory। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০১২

আরো পড়ুন

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.