হিউ ম্যাসি
হিউ হ্যামন ম্যাসি (ইংরেজি: Hugh Massie; জন্ম: ১১ এপ্রিল, ১৮৫৪ - মৃত্যু: ১২ অক্টোবর, ১৯৩৮) নিয়ার বেলফাস্ট এলাকায় জন্মগ্রহণকারী অস্ট্রেলিয়ার ক্রিকেটার ছিলেন। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের পক্ষে টেস্ট ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।[1] এছাড়াও তিনি জাতীয় দলের অধিনায়কত্ব করেন। হিউ ম্যাসি ঘরোয়া ক্রিকেটে নিউ সাউথ ওয়েলস দলের পক্ষাবলম্বন করেন। তার পুত্র রবার্ট জন জ্যাক অলরাইট ম্যাসিও নিউ সাউথ ওয়েলসের অন্যতম ক্রিকেটার ছিলেন।[2]
![]() | ||||||||||||||||||||||||||||||||||||||||
ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | হিউ হ্যামন ম্যাসি | |||||||||||||||||||||||||||||||||||||||
জন্ম | নিয়ার বেলফাস্ট (বর্তমানে - পোর্ট ফেইরি, ভিক্টোরিয়া), অস্ট্রেলিয়া | ১১ এপ্রিল ১৮৫৪|||||||||||||||||||||||||||||||||||||||
মৃত্যু | ১২ অক্টোবর ১৯৩৮ ৮৪) পয়েন্ট পিপার, নিউ সাউথ ওয়েলস, অস্ট্রেলিয়া | (বয়স|||||||||||||||||||||||||||||||||||||||
উচ্চতা | ১.৮৩ মিটার (৬ ফুট ০ ইঞ্চি) | |||||||||||||||||||||||||||||||||||||||
ব্যাটিংয়ের ধরন | ডানহাতি | |||||||||||||||||||||||||||||||||||||||
বোলিংয়ের ধরন | - | |||||||||||||||||||||||||||||||||||||||
ভূমিকা | শীর্ষসারির ব্যাটসম্যান | |||||||||||||||||||||||||||||||||||||||
ঘরোয়া দলের তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
বছর | দল | |||||||||||||||||||||||||||||||||||||||
১৮৭৮-১৮৮৮ | নিউ সাউথ ওয়েলস | |||||||||||||||||||||||||||||||||||||||
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
উৎস: ক্রিকেটআর্কাইভ, ২৩ মার্চ ২০১৫ |
খেলোয়াড়ী জীবন
১৮৮২ সালের অ্যাশেজ সিরিজের ওভাল টেস্টে তার ভূমিকা স্মরণীয় হয়ে আছে। পরবর্তীতে ফ্রেড স্পফোর্থের অবিস্মরণীয় বোলিং প্রদর্শনে খেলায় ফলাফল আসে।[3] চার্লস ব্যানারম্যানের সাথে ব্যাটিং উদ্বোধনে নেমে মারকুটে ব্যাটসম্যান ম্যাসি মাত্র ৬০ বল খেলে ৪৭ মিনিটে ৫৫ রান তোলেন। এ রান সংগ্রহে তিনি নয়টি বাউন্ডারি মারেন।[4] এরফলে তার দল নাটকীয়ভাবে মাত্র ৭ রানের ব্যবধানে জয় পেয়েছিল। ১৮৮৪-৮৫ মৌসুমে ইংল্যান্ডের বিপক্ষে একটিমাত্র টেস্টে অধিনায়কত্ব করেন।
তথ্যসূত্র
- "Hugh Massie"। Cricinfo। সংগ্রহের তারিখ ২০০৮-১২-২৮।
- "Jack Massie"। CricketArchive। সংগ্রহের তারিখ ২০০৮-১২-২৮।
- "Classic Ashes clashes - 1882, The Oval"। BBC। ২ নভেম্বর ২০০৬। সংগ্রহের তারিখ ২০০৮-১২-২৮।
- "Kennington Oval on 28th, 29th August 1882 (3-day match)"। CricketArchive। সংগ্রহের তারিখ ২০০৮-১২-২৮।
বহিঃসংযোগ
- ইএসপিএনক্রিকইনফোতে হিউ ম্যাসি
(ইংরেজি)
- ক্রিকেটআর্কাইভে হিউ ম্যাসি
(সদস্যতা প্রয়োজনীয়) (ইংরেজি)
- "Mr H H Massie"। Cricket Magazine (reproduced by Association of Cricket Statisticians and Historians)। ২২ জুন ১৮৮২। ২০০৮-১০-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-১২-২৮।

পূর্বসূরী টম হোরান |
অস্ট্রেলীয় টেস্ট ক্রিকেট অধিনায়ক ১৮৮৪-৮৫ |
উত্তরসূরী জ্যাক ব্ল্যাকহাম |