দয়ানন্দ সরস্বতী

দয়ানন্দ সরস্বতী (গুজরাটি દયાનંદ સરસ્વતી) (শুনুন ) (১২ ফেব্রুয়ারি ১৮২৪, টঙ্কর[1] -৩০ অক্টোবর ১৮৮৩, আজমির)[2] একজন গুরুত্বপূর্ণ হিন্দু ধর্ম গুরু ও সমাজ সংস্কারক এবং আর্যসমাজের প্রতিষ্ঠাতা ছিলেন । পশ্চিম ভারতের কাথিয়াওয়াড়ের মোরভি শহরে এক ধনাঢ্য নিষ্ঠাবান সামবেদী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন । তার গার্হস্থ্যাশ্রমের নাম মূলশংকর । বাল্যশিক্ষা পিতার কাছেই লাভ করেন । ইংরাজি শিক্ষার সুযোগ না হওয়ায় প্রথম থেকেই তিনি সংস্কৃতশাস্ত্র উত্তমরূপে আয়ত্ত্ব করেন এবং ধীরে ধীরে সমগ্র যজুবেদ ও আংশিকভাবে অপর তিন বেদ, ব্যাকরণ, তর্ক ও দর্শনশাস্ত্র, কাব্য, অলংকার, স্মৃতি প্রভৃতিতে যথেষ্ট বুৎপত্তি অর্জন করেন ।

দয়ানন্দ সরস্বতী
জন্মমূলশঙ্কর তিওয়ারি বা মূলশঙ্কর কর্ষনদাস তিওয়ারি/ব্রহ্মচর্যের সময় শুদ্ধ চৈতন্য
(১৮২৪-০২-১২)১২ ফেব্রুয়ারি ১৮২৪
টঙ্কর, কোম্পানি রাজ (অধুনা গুজরাট, ভারত)
মৃত্যু৩০ অক্টোবর ১৮৮৩(1883-10-30) (বয়স ৫৯)
আজমির, ব্রিটিশ ভারত (অধুনা রাজস্থান, ভারত)
জাতীয়তাব্রিটিশ ভারতীয়
আখ্যাSindhi Marhu
প্রতিষ্ঠাতাআর্য সমাজ
গুরুবিরজানন্দ দন্ডীশ
দর্শনচার বেদ সংহিতার উপর গড়ে ওঠা ত্রৈতবাদী বৈদিক দর্শন এবং এটি ষড় দর্শনের পাশাপাশি নিরুক্ত ও নিঘণ্টুতেও পাওয়া যায় যা পাণিনিয় ব্যাকরণ সমর্থিত।
সাহিত্য কর্মসত্যার্থ প্রকাশ (১৮৭৫)
উদ্ধৃতি"ওঁ বিশ্বানি দেব সবিতর্দুরিতানি পরা সুব। য়দ্ভদ্রং তন্ন আ সুব।।"

তথ্যসূত্র

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.