স্টিভেন রে
স্টিভেন রে (ইংরেজি: Stephen Rea; জন্ম: ৩১ অক্টোবর ১৯৪৬)[1] হলেন একজন আইরিশ অভিনেতা।[2] তিনি চলচ্চিত্র, মঞ্চ, টেলিভিশন ও বেতারে কাজ করেন। তিনি দ্য ক্রাইং গেম (১৯৯২) চলচ্চিত্রে ফার্গুস চরিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে অস্কার ও বাফটা পুরস্কারের মনোনয়ন লাভ করেন। তার অভিনীত অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ হল ভি ফর ভেনডেট্টা ও ব্রেকফাস্ট অন প্লুটো (২০০৫), মাইকেল কলিন্স (১৯৯৬), এবং ইন্টারভিউ উইথ দ্য ভ্যাম্পায়ার (১৯৯৪)।
স্টিভেন রে | |
---|---|
Stephen Rea | |
![]() | |
জন্ম | বেলফাস্ট, নর্দান আয়ারল্যান্ড | ৩১ অক্টোবর ১৯৪৬
যেখানের শিক্ষার্থী | কুইন্স বিশ্ববিদ্যালয় বেলফাস্ট |
পেশা | অভিনেতা |
কার্যকাল | ১৯৭০-বর্তমান |
দাম্পত্য সঙ্গী | ডলোরেস প্রাইস (বি. ১৯৮৩; বিচ্ছেদ. ২০০৩) |
সন্তান | ২ |
তিনি ক্রাইম অব দ্য সেঞ্চুরি মিনি ধারাবাহিকে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে একটি গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন। এছাড়া দ্য শ্যাডো লাইন টিভি ধারাবাহিকে হুগো ব্লিক চরিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে একটি বাফটা টিভি পুরস্কারের মনোনয়ন লাভ করেন এবং দি অনারেবল ওম্যান টিভি ধারাবাহিকে অভিনয় করে একটি বাফটা টিভি পুরস্কার অর্জন করেন।
তথ্যসূত্র
- "Stephen Rea"। বায়োগ্রাফি (ইংরেজি ভাষায়)। এঅ্যান্ডই টেলিভিশন নেটওয়ার্কস। ৩১ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০১৯।
- টাকার, রিড (২০ জুলাই ২০০৮)। "Q&A STEPHEN REA"। নিউ ইয়র্ক পোস্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০১৯।
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে স্টিভেন রে সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- ইন্টারনেট অফ-ব্রডওয়ে ডেটাবেজ স্টিভেন রে (ইংরেজি)
- ইন্টারনেট ব্রডওয়ে ডেটাবেজে স্টিভেন রে
(ইংরেজি) - ইন্টারনেট মুভি ডেটাবেজে স্টিভেন রে
(ইংরেজি) - রটেন টম্যাটোসে স্টিভেন রে (ইংরেজি)
টেমপ্লেট:বাফটা টিভি পুরস্কার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা