স্টর্মের মানিকজোড়

স্টর্মের মানিকজোড় (বৈজ্ঞানিক নাম: Ciconia stormi) হচ্ছে মধ্যম আকারের মানিকজোড় যাদেরকে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও দক্ষিণ থাইল্যান্ডের নিন্ম জলাভূমিতে দেখা যায়। এটিকে মানিকজোড়ের ভেতরে দুর্লভতম হিসেবে বিবেচনা করা হয়[2] এবং অনুমান করা হয় যে মাত্র ৫০০ এর কম বুনো অবস্থায় এরা তাদের ভৌগোলিক এলাকায় টিকে আছে।[3] প্রাথমিকভাবে অরণ্যবিনাশের কারণে নিজ আবাসভূমিতে এদের সংখ্যা ক্রমাগত কমছে।[3]

স্টর্মের মানিকজোড়
Storm's Stork
At San Diego Zoo

বিপন্ন  (আইইউসিএন ৩.১)[1]
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Animalia
পর্ব: কর্ডাটা
শ্রেণী: পক্ষী
বর্গ: Ciconiiformes
পরিবার: Ciconiidae
গণ: Ciconia
প্রজাতি: C. stormi
দ্বিপদী নাম
Ciconia stormi
(Blasius, 1896)

বিবরণ

স্টর্মের মানিকজোড় হচ্ছে সাদা ও কালো পাখনা, লাল ঠোঁট, কমলা মুখ ও ত্বক, লাল পা এবং হলুদ কাক্ষিক ত্বকের একটি বড়, আনুমানিক ৯১ সেন্টিমিটার (৩৬ ইঞ্চি) লম্বা, মানিকজোড়। ছেলে এবং মেয়েপাখি দেখতে অভিন্ন। অল্পবয়স্ক পাখির ফ্যাকাশে পাখনা এবং ত্বক খালি থাকে।

গ্যালারি

তথ্যসূত্র

  1. BirdLife International (২০১২)। "Ciconia stormi"বিপদগ্রস্ত প্রজাতির আইইউসিএন লাল তালিকা। সংস্করণ 2013.2প্রকৃতি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক ইউনিয়ন। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১৩
  2. Hancock JA, Kuschlan JA, Kahl, MP. 1992. Storks, Ibises and Spoonbills of the World. Academic Press.
  3. Birdlife International. 2012. Ciconia Stormi. The IUCN Red List of Threatened Species 2012: e.T22697685A37859303.

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.