সৌম্যজিৎ ঘোষ
সৌম্যাজিত ঘোষ পশ্চিমবঙ্গ এর শিলিগুড়ি নিবাসী টেবিল টেনিস খেলোয়াড়।[1] ভারতীয় টেবিল টেনিস খেলোয়াড়দের মধ্যে তিনি সবচেয়ে কম বয়সে অলিম্পিকে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতা লাভ করেছিলেন ২০১২র লন্ডন অলিপমিক গেমসে।[2] ১৯ বছর বয়সে ৭৪ তম জাতীয় টেবিল টেনিস প্রতিযোগীতায় শরাথ কামাল কে পরাজিত করে তিনি সবচেয়ে কম বয়সে জাতীয় সেরার শিরোপা লাভ করেছিলেন।[3] সৌম্যাজিত ব্যাংগালোর এর জিও স্পোর্টস ফাউন্ডেশন এর দ্বারা সমর্থিত এবং ২০১২ সাল থেকে এই সংগঠন এর স্কলারশিপ পোগ্রামের অন্তর্ভুক্ত।
ব্যক্তিগত তথ্য | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|
জাতীয়তা | ![]() | |||||||
জন্ম | শিলিগুড়ি, ভারত | ১০ মে ১৯৯৩|||||||
পদক রেকর্ড
|
ব্যাক্তিগত জীবন
পশ্চিমবঙ্গএর শিলিগুড়ি শহরের এক মধ্যবিত্ত পরিবারে সৌম্যজিত এর জন্ম, তার পিতা হরি শঙ্কর ঘোষ শিলিগুড়ি পুরসভার কর্মী, মা গৃহবধূ। সৌম্যজিত পিতামাতার একমাত্র সন্তান। ভারতে তিনি পাটিয়ালার NIS বেস এ কোচ ভবানী মুখার্জীর তবত্তাবধান এ অনুশীলন করেন। যখন বিদেশে থাকেন তখন তিনি সুইডেনের ফালকেনবার্গে কোচ পিটার কার্লসন এর তবত্তাবধান এ অনুশীলন করেন। ২৬শে আগস্ট ২০১৪ র হিসাব অনুসারে সৌম্যজিত ঘোষ ভারতের চার নম্বর টেবিল টেনিস খেলোয়ার ছিলেন।[4]
খেলোয়াড়ী জীবন
প্রাথমিক কেরিয়ার
২০১০ সালে সৌম্যজিত বাহরিনএ অনুষ্ঠিত বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপ এ মিক্সড ডাবলস বিভাগে ব্রোঞ্জ পদক পান। ২০১১ সালের বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপে কোয়ার্টার ফাইনালে সাউথ কোরিয়ার বিরুদ্ধে দুটি সিঙ্গেলস ম্যাচেই জিতে জাতীয় টেবিল টেনিস দলের জন্য ব্রোঞ্জ পদক নিয়ে আনেন।[5] ২০১১র এশিয়া জুনিয়র চ্যাম্পিয়নশিপে ভারতীয় টেবিল টেনিস দলের গুরুত্বপূর্ন সদস্য ছিলেন।[6]
২০১৩
২০১৩ সালে ৭৪তম জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়ানশিপের ফাইনালে ছয় বার জয়ী শারাথ কামালকে পরাস্ত করে সর্বকনিষ্ট জাতীয় চ্যাম্পিয়ন হিসাবে রেকর্ড সৃষ্টি করেন।[7] কর্নাটকএর ধারওয়াদ এ আন্তঃপ্রতিষ্ঠান টেবিল টেনিস চ্যাপমিয়নশিপে সিঙ্গেলস এ জয়লাভ করে তিনি তার পারফরমেন্স বজায় রাখেন।[8] স্যান্টোসে অনুষ্ঠিত ব্রাজিল ওপেন প্রতিযোগীতায় অনূর্ধ্ব একুশ বিভাগে সিঙ্গেলস জয় করেন।[9]
২০১৪
২০১৪ সালে গোয়ায় অনুষ্ঠিত লুসোফোনিয়া গেমস এ তিনি মিক্সড ডাবলস এবং পুরুষদের দলগত ইভেন্ট এ সবর্নপদক জয় করেন এবং পুরুষ সিঙ্গেলস ও ডাবলস বিভাগে যথাক্রমে রৌপ্য এবং ব্রোঞ্জ পদক লাভ করেন।[10] ২০১৪ সালে পাটনায় অনুষ্ঠিত সিনিয়র ন্যাশনাল র্যাংকিং টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে তিনি কোয়ার্টার ফাইনালিস্ট হন।[11] ২০১৪ র গ্লাসগো কমনওয়েলথ গেমসে সৌম্যজিত পুরুষ সিঙ্গেলস ও ডাবলস উভয় বিভাগেই কোয়ার্টার ফাইনালে পৌঁছান এবং দলগত ইভেন্টে তিনি সেমিফাইনাল অবধি পৌঁছান।[12]
২০১৬
সৌম্যাজিত ২০১৬ রিও অলিম্পিকে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেন ১৪ই এপ্রিল, ২০১৬ তে[13] পুরুষদের ব্যাক্তিগত ইভেন্টে প্রথম রাউন্ডেই থাইল্যান্ড এর Padasak Tanviriyavechakul এর কাছে হেরে অলিম্পিক অভিযান শেষ করেন।[14]
তথ্যসূত্র
- http://www.tabletennisbug.com/2010/10/table-tennis-player-profile-soumyajit.html Table Tennis player profile: Soumyajit Ghosh
- Ankita Das and Soumyajit Ghosh are the youngest Indian players to qualify for the 2012 London Olympics
- Soumyajit Ghosh becomes youngest national table tennis champ
- TTFI Rankings
- Soumyajit Ghosh looks forward to London 2012
- Soumyajit, Ankita book London berth
- GHOSH YOUNGEST MEN'S CHAMP
- GHOSH, SHAMINI ARE CHAMPIONS
- Soumyajit, Manika win Brazil Open titles
- Lusofonia Games, Table Tennis
- Defending champion Ghosh ousted
- Glasgow, 2014
- "South Asian Olympic Qualifiers: Indian table-tennis aces Soumyajit Ghosh, Manika Batra book Rio berths - Firstpost"। Firstpost (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৬-০৪-১৪।
- "TT Players Mouma, Manika, Soumyajit and Kamal Lose in 1st Round"। The Quint। ৭ আগস্ট ২০১৬। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০১৬।