সোহেল রানা (ফুটবলার)
সোহেল রানা (জন্ম: ২৭ মার্চ ১৯৯৫) একজন বাংলাদেশী ফুটবলার। যিনি শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও বাংলাদেশ জাতীয় ফুটবল দল এর হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসাবে খেলে থাকেন।[1]
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | সোহেল রানা | ||
জন্ম | ২৭ মার্চ ১৯৯৫ | ||
জন্ম স্থান | আরামবাগ, ঢাকা, বাংলাদেশ | ||
উচ্চতা | ১৭৩ সেন্টিমিটার (৫ ফুট ৮ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | মিডফিল্ডার | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান ক্লাব | শেখ জামাল ধানমন্ডি ক্লাব | ||
জার্সি নম্বর | ১৭ | ||
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন | |||
ভিক্টোরিয়া স্পোটিং ক্লাব | |||
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন* | |||
বছর | দল | উপস্থিতি† | (গোল)† |
২০১১ - ২০১৩ | ঢাকা মোহামেডান | ||
২০১৩ - বর্তমান | শেখ জামাল ধানমন্ডি ক্লাব | ||
জাতীয় দল‡ | |||
২০১৪ - | বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ | ৯ | (১) |
২০১৩ - | বাংলাদেশ | ১২ | (০) |
† উপস্থিতি(গোল সংখ্যা)। |
ক্লাব ক্যারিয়ার
রানা ২০১১ ঢাকা মোহামেডানের ফুটবলার হিসাবে তার ক্লাব ক্যারিয়ার শুরু করেন। দুই বছর পর তিনি ২০১৩ সালে ঢাকা শেখ জামাল ধানমন্ডি ক্লাবে যোগ দেন।
আন্তর্জাতিক ক্যারিয়ার
অনূর্ধ্ব-২৩
জাতীয় দল
রানা ২০১৩ সালে বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পায়। তিনি প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেন ২০১৩ সালের ২ মার্চ ২০১৪ এএফসি চ্যালেন্স কাপ বাছাইপর্বে, ম্যাচটি অনুষ্ঠিত হয় নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে। তিনি এ পর্যন্ত জাতীয় দলে হয়ে ১২ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
আন্তর্জাতিক গোল
# | তারিখ | ভেন্যু | প্রতিপক্ষ | স্কোর | ফলাফল | প্রতিযোগিতা |
---|---|---|---|---|---|---|
১. | ২৫ আগস্ট ২০১৪ | বাংলাদেশ আর্মি স্টেডিয়াম | ![]() | ১- ০ | ১ - ০ | আন্তর্জাতিক প্রীতিম্যাচ |
সম্মাননা
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.