সোহা আলি খান
সোহা আলি খান (হিন্দি ভাষায়: सोहा अली खान) ভারতের পাতৌদি অঞ্চলের নবাব ও ভারতের প্রাক্তন ক্রিকেট দলের অধিনায়ক মনসুর আলি খান পাতৌদি এবং অভিনেত্রী শর্মিলা ঠাকুরের মেয়ে। সোহা বেশ কয়েকটি হিন্দি ও বাংলা ছায়াছবিতে অভিনয় করেছেন।
সোহা আলী খান | |
---|---|
![]() ২০১৮ সালে সোহা | |
জন্ম | সোহা আলী খান পাতৌদী ৪ অক্টোবর ১৯৭৮ নয়া দিল্লি, ভারত |
যেখানের শিক্ষার্থী | ব্রিটিশ স্কুল, নয়া দিল্লি
University of Oxford London School of Economics and Political Science |
পেশা | অভিনেত্রী |
কার্যকাল | ২০০৪–বর্তমান |
পিতা-মাতা | মনসুর আলী খান পতৌদি শর্মিলা ঠাকুর |
আত্মীয় | কুণাল খেমু (স্বামী) সাইফ আলী খান (ভাই) কারিনা কাপুর খান (বৌদি) সাবা আলী খান (বোন) |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.