কুণাল খেমু

কুণাল খেমু (জন্ম ১৯৮৩) একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা। তিনি "স্যার" এর মাধ্যমে চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করেন। তার উল্লেখযোগ্য কাজগুলো হলো কাল্যুগ (২০০৫), ট্রাফিক সিগন্যাল (২০০৭), ঢোল, গোলমাল, ৯৯ (২০০৯),জয় ভিরু (২০০৯), গো গোয়া গোন (২০১৩) এবং কলঙ্ক (২০১৯)।

কুণাল খেমু
জন্ম১৯৮৩
পেশাঅভিনেতা
কার্যকাল২০০৫-বর্তমান
দাম্পত্য সঙ্গীসোহা আলী খান (বি. ২০১৫)
আত্মীয়

প্রাথমিক এবং ব্যক্তিগত জীবন

কুণাল অভিনেতা রবি এবং জিয়তি খেমুর ঘরে কাশ্মীর পন্ডিত পরিবারে জন্মগ্রহণ করেন।[1] তার কারিশমা খেমু নামের একজন ছোট বোন রয়েছে। তিনি মুম্বাই এর মিরা রোড এরিয়ায় বসবাস করেন। তিনি এমএল ডাল্মিয়া কলেজ এ পড়াশোনা করেছেন।

তার দাদা মোতি লাল খেমু একজন সাহিত্যিক ছিলেন। তাকে ১৯৮২ সালে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করা হয়।[2]

সোহা আলী খান এর সাথে কুণাল

কুণাল সোহা আলী খান এর সাথে মে ২০১৩ থেকে লিভ ইন রিলেশনশিপ এ ছিলেন।[3][4] তারপর তারা দুজন জুলাই ২০১৪ সালে তাদের বাগদান সেড়ে ফেলেন। এরপর তারা ২৫ জানুয়ারি ২০১৫ সালে পরিবারের উপস্থিতিতে বিয়ে করেন।[5][6] ২৯ সেপ্টেম্বর ২০১৭ সালে সোহা আলী খাব ইনাতা লাওমি খেমু নামের এক কন্যা সন্তানের জন্ম দেন।

কর্মজীবন

তিনি দূরদর্শন টিভিতে প্রচারিত "গুল গুলশান গুল্ফাম" (১৯৮৭) এ শিশুশিল্পী হিসেবে কাজ করেছেন। তিনি মহেশ ভাট পরিচালিত "স্যার" (১৯৯৩) চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন। তিনি শিশুশিল্পী হিসেবে "রাজা হিন্দুস্থানী", যখম, "ভাই", হাম হে রাহি পেয়ার কে এবং "দুশমন চলচ্চিত্রে অভিনয় করেন।

তিনি ২০০৫ সালে "কাল্যুগ" সিনেমায় প্রথম প্রধান চরিত্রে অভিনয় করেন।[7][8] এরপর তিনি ২০০৭ সালে মধুর ভাণ্ডেরকর পরিচালিত "ট্রাফিক সিগন্যাল" চলচ্চিত্রে অভিনয় করেন।

একই বছর তিনি "ঢোল" চলচ্চিত্রে অভিনয় করেন। ২০০৮ সালে তিনি "সুপারস্টার" সিনেমায় ডবল ভূমিকায় অভিনয় করেন। ২০০৯ সালে তিনি "ডুন্ডতে রেহ জায়োগে" এবং "জয় ভিরু" সিনেমায় অভিনয় করেন। ২০১০ সালে তিনি গোলমাল ৩ সিনেমায় লক্ষণ চরিত্রে অভিনয় করেন।

তিনি ২০১২ সালে "মুকেশ ভাট" এর "ব্লাড মানি" চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি এই সিনেমায় কুনাল কদম চরিত্রে অভিনয় করেন, যে একজন সৎ এবং পরিশ্রমী কর্মচারী। ২০১৫ সালে দুই বছর পর কুনাল "ভাগ জনি" চলচ্চিত্রে অভিনয় করেন। সিনেমাটি বক্স অফিসে মুখ থুবড়ে পরে। একই বছর তিনি "গুড্ডু কি গান" নামক হাস্যরসাত্যক চলচ্চিত্রে অভিনয় করেন। এরপর তিনি ২০১৭ সালে গোলমাল সিরিজের চতুর্থ সিনেমা "গোলমাল এগেইন" এ অভিনয় করেন। তিনি "কলঙ্ক" সিনেমায় খল চরিতে অভিনয় করেন।[9]

চলচ্চিত্রের তালিকা

চলচ্চিত্র

বছর চলচ্চিত্র ভূমিকা মন্তব্য
১৯৯৩স্যারকুণালচলচ্চিত্রে আত্মপ্রকাশ (শিশু অভিনেতা)
হাম হহে রাহি পেয়ার কিসানি
১৯৯৪নারাজসানি
১৯৯৬রাজা হিন্দুস্থানিরজনিকান্ত
১৯৯৭তামান্নাযুবক সাজিদ
ভাইক্রিস্না
১৯৯৮জখমযুবক অজয়
দুশমনভীম
অঙ্গারেযুবক অমর
২০০৫কাল্যুগকুণাল পি. ডরপ্রধান চরিত্রে চলচ্চিত্রে আত্মপ্রকাশ
২০০৭ট্রাফিক সিগন্যালসিলসিলা
ঢোলগৌতম সিসুডেবা (গোটি)
সুপারস্টারকুণাল মেহরা/করণ সেক্সেনা
২০০৯ডুন্ডতে রেহ জায়োগেসিএ আনন্দ পাহার
জয় ভীরুভীরু
৯৯শচিন
২০১০গোলমাল ৩লক্ষণ শর্মা
২০১২ব্লাড মানিকুণাল কদম
২০১৩গো গোয়া গোনহারদিক
২০১৪মিঃ জো ভি করবালোনিজ চরিত্রেবিশেষ উপস্থিতি
২০১৫ভাগ জনিজনার্ধন আরোরা (জনি)
গুড্ডু কি গানগোবর্ধন প্রসাদ (গুড্ডু)
২০১৭হনুমান: দি ধমদারইন্দ্রকণ্ঠ দিয়েছেন
পোস্টার বয়েসনিজ চরিত্রেবিশেষ উপস্থিতি
গোলমাল এগেইমলক্ষণ শর্মা
২০১৮সিম্বানিজ চরিত্রেবিশেষ উপস্থিতি
২০১৯কলঙ্কআব্দুল খান
লুটকেসনন্দন কুমারকাজ চলছে (মুক্তি ১১ অক্টোবর)[10]
২০২০মালাঙ্গকাজ চলছে

ওয়েব সিরিজ

বছর সিরিজ ভূমিকা মন্তব্য সম্প্রচারিত হয়
২০১৯অভয়এসপি অভয় প্রতাপ সিংওয়েভে আত্মপ্রকাশজি৫

টেলিভিশন

বছর সিরিজ ভূমিকা মন্তব্য সম্প্রচারিত হয়
১৯৮৭গুল গুলশান গুল্ফামটেলিভিশনে শিশু অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ (৪ বছর বয়সে)দূরদর্শন

সংক্ষিপ্ত চলচ্চিত্র

বছর চলচ্চিত্র ভূমকা মন্তব্য সম্প্রচারিত হয়
২০১৪হেয়ারকাটনিজ চরিত্রেস্পেশাল এপেরিয়েঞ্চইউটিউব

তথ্যসূত্র

  1. "Kunal Khemu is sad that Srinagar in on news for bloodshed"। Daily News and Analysis। ৩ মার্চ ২০০৯।
  2. "Kashmiri Playwrights"। Ikashmir.net। সংগ্রহের তারিখ ২০১৫-০৭-১৩
  3. "Soha Ali khan: Living-in with Kunal Khemu is like being married"Movies.ndtv.com। ৯ মে ২০১৩। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ২০১৩
  4. "Spotted: Soha Ali Khan with beau Kunal Khemu"। Mid-day.com। ২০১৩-১০-০৮। সংগ্রহের তারিখ ২০১৫-০৭-১৩
  5. "Soha Ali Khan, Kunal Khemu get engaged"। The Hindu। ২০১৪-০৭-২৪। সংগ্রহের তারিখ ২০১৫-০৭-১৩
  6. "Soha Ali Khan Marries Kunal Khemu, Saif-Kareena Play Hosts - NDTV Movies"। Movies.ndtv.com। ২০১৫-০১-২৫। সংগ্রহের তারিখ ২০১৫-০৭-১৩
  7. Subhash K Jha (২১ ডিসেম্বর ২০০৫)। "Kunal Khemu: Child grows up"Sify। ২০১৪-১২-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৫-০৭-১৩
  8. "Coming of age: Interview"Screen। ৯ ডিসেম্বর ২০০৫।
  9. "Kunal Khemu does cameo in Mr Joe B. Carvalho | Bollywood News | Hindi Movies News | News"। BollywoodHungama.com। ২০১৩-১২-১২। সংগ্রহের তারিখ ২০১৫-০৭-১৩
  10. "'Lootcase' promo: Kunal Kemmu and Rasika Dugal starrer film to be released on 11th October"Times of India (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৬-২০। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২৪

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.