সৈয়দ জাহাঙ্গীর

সৈয়দ জাহাঙ্গীর (জন্ম: ১৯৩৫ খ্রিঃ) বাংলাদেশের একজন প্রথিতযশা চিত্রকর।[1] শিল্পকলায় উল্লেখযোগ্য কাজের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাকে ১৯৮৫ একুশে পদকে ভূষিত করে। জাতীয় চিত্রশালা, বাংলাদেশ জাতীয় জাদুঘর, বাংলাদেশ ব্যাংক, বেঙ্গল ফাউণ্ডেশন, বাংলাদেশ বিমান, রপ্তানী উন্নয়ন ব্যুরো, জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয় প্রভৃতি স্থানে তার চিত্রকর্ম প্রদর্শিত অবস্থায় আছে।[2]

সৈয়দ জাহাঙ্গীর
সৈয়দ জাহাঙ্গীর, ঢাকা (২০১৬)
জন্ম
জাহাঙ্গীর

১৯৩৫
জাতীয়তাবাংলাদেশী
পেশাচিত্রকর
কার্যকাল১৯৫০
পরিচিতির কারণএকুশে পদক প্রাপ্ত চিত্রকর

জীবন ও কর্ম

সৈয়দ জাহাঙ্গীর ১৯৩৫ সালে সাতক্ষীরা জেলায় জন্মগ্রহণ করেন।

সৈয়দ জাহাঙ্গীর জন্মগ্রহণ করেছেন গ্রামে। কিন্তু বড় হয়েছেন শহরে। তাই তার সৃষ্টিকর্মের বেশিরভাগ ই গ্রাম এবং গ্রামের প্রকৃতিকে নিয়ে। ১৯৫০-এর দশক থেকে একাধারে কাজ করেছেন বেশ। নানা চিত্রকর্মের মধ্যে ১৯৭৩ থেকে ১৯৭৫ সালের বিভিন্ন ঘটনা নিয়ে করা কাজ আত্মার উজ্জীবন উল্লেখযোগ্য।

প্রায় ২২ বছর পেশাদার চিত্রকর হিসেবে কাজ করার পরে তিনি ১৯৭৭ সালে শিল্পকলা একাডেমীর শিল্পকলা বিভাগের প্রধান হিসেবে যোগদান করেন। সৈয়দ জাহাঙ্গীর শিল্পকলা একাডেমীর পরিচালক হিসেবে নিযুক্ত ছিলেন এবং শিল্পকলা একাডেমীতে চারুকলা বিভাগ চালু করেন। এ ছাড়াও চাকুরী জীবনের তার অন্যতম কৃতিত্ব দ্বিবার্ষিক এশিয় চিত্রকলা প্রদর্শনীর প্রবর্তন।

ঢাকার মতিঝিলে অবস্থিত জনতা ব্যাংকের প্রধান শাখায় তার বিশালাকার একটি ম্যূরাল রয়েছে যেটির আয়তন ৮ ফুট × ৩৮ ফুট; এটি সিরামিক টাইলস দিয়ে করা।

প্রদর্শনী

  • ২০১৩: একক প্রদর্শনী, শিল্পাঙ্গন গ্যালারি, ঢাকা।
  • ২০১২: 'মাটি ও মানুষ' শিরোনামে সৈয়দ জাহাঙ্গীরের এক শিল্প প্রদর্শনী অনুষ্ঠিত। আয়োজক বেঙ্গল গ্যালারি। চারুকলার ছাত্রজীবনে করা ক্লাস স্টাডি থেকে শুরু করে সর্বশেষ ২০১২ সালে আঁকা মোট ৮০টি শিল্পকর্ম এ একক প্রদর্শনীতে প্রদর্শিত হয়। [3]
  • ২০০৫: সাজু আর্ট গ্যালারি, গুলশান, ঢাকা।
  • ১৯৯৭: একক চিত্রকর্ম প্রদর্শনী, শিল্পকলা একাডেমী, ঢাকা।
  • ১৯৯০: মেট্রোপল হোটেল, করাচি, পাকিস্তান।
  • ১৯৭৮: একক চিত্রকর্ম প্রদর্শনী, শিল্পকলা একাডেমী, ঢাকা। [2]

স্বীকৃতি

সৈয়দ জাহাঙ্গীর ১৯৮৫ সালে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত্ব একুশে পদকে লাভ করেন। ১৯৯২ এ চারুশিল্পী সংসদ তাকে বিশেষ সম্মাননা প্রদান করে। ২০০০-এ তিনি মাইকেল মধুসূদন পুরস্কার এবং ২০০৫-এ লাভ করেন শশীভূষণ সম্মাননা। ২০১০-এ বার্জার পেইণ্টস তার আজীবনকাজের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা প্রদান করে।[2] এছাড়াও তিনি হামিদুর রহমান পুরস্কার সহ একাধিক পুরস্কারে সম্মানিত হয়েছেন।[4]

বহিঃসংযোগ

তথ্যসূত্র

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.