সৈয়দ আতর আলী
সৈয়দ আতর আলী ছিলেন একজন মুক্তিযুদ্ধ সংগঠক ও রাজনীতিবিদ। তিনি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ৮ ও ৯ নং সেক্টরের পলিটিক্যাল কনভেনর হিসেবে দায়িত্ব পালন করেছেন।[1][2][3][4][5]
সৈয়দ আতর আলী | |
---|---|
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ১৯১৬ |
মৃত্যু | ১৩ অক্টোবর ১৯৭১ |
জাতীয়তা | বাংলাদেশি |
রাজনৈতিক দল | আওয়ামী লীগ |
প্রাক্তন শিক্ষার্থী | প্রেসিডেন্সি কলেজ |
পেশা | রাজনীতিবিদ |
জীবনী
সৈয়দ আতর আলী ১৯১৬ সালে বর্তমান মাগুরা সদর উপজেলার পাটখালি গ্রামে জন্মগ্রহণ করেন।[1][3][5] তিনি তিনি গঙ্গারামপুর পিকে হাইস্কুল ও নড়াইল ভিক্টোরিয়া কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় উন্নীত হন। এরপর, কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন তিনি।[1][5]
ছাত্রাবস্থায় প্রগতিশীল রাজনীতির সাথে জড়িত হয়ে পড়েন তিনি। তিনি হোসেন শহীদ সোহরাওয়ার্দী, আবদুল হামিদ খান ভাসানী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাহচর্য লাভ করেছিলেন।[1][5] ১৯৪৯ সালে তৎকালীন মাগুরা মহকুমা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে নির্বাচিত হন। ১৯৭০ সালের নির্বাচনে তিনি পূর্ববঙ্গ আইন পরিষদে মাগুরা-২ আসন থেকে প্রাদেশিক পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হন।[1][3][5]
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি সোহরাব হোসেন ও মোহাম্মদ আছাদুজ্জামানকে সাথে নিয়ে মাগুরায় পাকিস্তানি বাহিনী ও দোসরদের আক্রমণ প্রতিরোধে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।[6] তিনি মুক্তিযুদ্ধের সময় ৮ ও ৯ নম্বর সেক্টরের পলিটিক্যাল কনভেনর হিসেবে নিযুক্ত হন।
সৈয়দ আতর আলী ১৯৭১ সালের সেপ্টেম্বর মাসে ৮ ও ৯ নম্বর সেক্টরের পলিটিক্যাল কনভেনর হিসেবে দায়িত্ব পালনরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েন।[4] ১৯৭১ সালের ১৩ অক্টোবর ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগণা জেলার কল্যাণী হাসপাতালে মৃত্যুবরণ করেন।[1][2][3][4][5] তার মৃত্যুর পর তার শেষ ইচ্ছানুযায়ী তাকে তৎকালীন মুক্তাঞ্চল যশোর জেলার ঝিকরগাছা উপজেলার কাশিপুর গ্রামে সমাহিত করা হয়।
তথ্যসূত্র
- "মাগুরায় বুধবার মুক্তিযুদ্ধের সংগঠক আতর আলীর ৩৯তম মৃত্যুবার্ষিকী"। বাংলানিউজ২৪.কম। ১২ অক্টোবর ২০১০। সংগ্রহের তারিখ ২১ জুন ২০১৯।
- "Syed Ator Ali"। The Daily Star। ১৩ অক্টোবর ২০১২। সংগ্রহের তারিখ ২১ জুন ২০১৯।
- "মুক্তিযুদ্ধের সংগঠক সৈয়দ আতর আলীর মৃত্যুবার্ষিকী পালিত"। রাইজিংবিডি.কম। ১৪ অক্টোবর ২০১৩। ২১ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জুন ২০১৯।
- "46th death anniv of Syed Ator Ali today"। The Daily Observer। ১৩ অক্টোবর ২০১৭। সংগ্রহের তারিখ ২১ জুন ২০১৯।
- "মুক্তিযুদ্ধের পলিটিক্যাল কনভেনর সৈয়দ আতর আলীর ৪৪ তম শাহাদত বার্ষিকী"। মাগুরা প্রতিদিন। সংগ্রহের তারিখ ২১ জুন ২০১৯।
- জাহিদ রহমান (ফেব্রুয়ারি ২০১৫)। মুক্তিযুদ্ধে মাগুরার যত শহীদ। শোভা প্রকাশ। পৃষ্ঠা ১৪।