সূরা আল-আহযাব

আল আহ্‌যাব , (আরবি: سورة الأحزاب, (জোট) মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কুরআনের ৩৩ তম সূরা। এই সূরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে এবং এর আয়াত সংখ্যা ৭৩ টি।

আল আহ্‌যাব
শ্রেণীমাদানী
নামের অর্থ(সিজদা)
পরিসংখ্যান
সূরার ক্রম৩৩
আয়াতের সংখ্যা৭৩
← পূর্ববর্তী সূরাসূরা আস-সিজদাহ
পরবর্তী সূরা →সূরা সাবা
আরবি পাঠ্য · বাংলা অনুবাদ

সারকথা

এই সূরাটিতে মুসলমানদেরকে আল্লাহর দয়া ও ক্ষমতা স্মরণ করিয়ে দেয়ার জন্য খন্দকের যুদ্ধে আল্লাহ তালা যে মদিনা আক্রমণকারী গোত্রদেরকে যেভাবে পরাভূত করেছিলেন তা উল্লেখ করা হয়েছে। যেহেতু এটি একটি মাদানী সূরা, অন্যান্য মাদানি সূরার মত এতেও বিধি বিধান প্রদান করা হয়েছে, যা ছিল নবী ও তার স্ত্রীদের সাথে আচরণ সম্পর্কে এবং পাশাপাশি মুনাফিকদেরকে তাদের খারাপ আচরণ সম্পর্কে সাবধান করা হয়েছে।[1] কিছু পণ্ডিতের মতে, মাদানি সূরার আয়াতগুলোর বিশেষত্ব হল ইসলামী সমাজের বিভিন্ন বিধিবিধান প্রদান করা। [2] এই সূরাসমূহে সাধারণত মুমিনদের অনুসরণের জন্য নিয়মকানুন অন্তর্ভুক্ত থাকে।

নামকরণ

‎الأحزاب (আল-আহযাব) শব্দটা এসেছে حزب থেকে যার অর্থ ভাগ করা, গ্রুপ, দল, বাহিনী যোগদান, সম্মিলিত বাহিনী ইত্যাদী। الأحزاب হল حِزْب এর বহু বচন। আমরা জানি বিভিন্ন গোত্রের প্রায় ১২ হাজার যোদ্ধা সম্মিলিতভাবে মদীনা ঘেরাও করে।

বিশেষত্ব

আরো দেখুন

তথ্যসূত্র

  1. Haleem, M.A.S. Abdel (২০০৪)। The Qur'an (ইংরেজি ভাষায়)। New York: Oxford University Press। পৃষ্ঠা 266–271।
  2. Donner, Fred। Muhammad and the Believers (ইংরেজি ভাষায়)। পৃষ্ঠা 81।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.