সুব্রত রায়

সুব্রত রায় সাহারা (জন্মঃ ১০ জুন ১৯৪৮) হলেন একজন ভারতীয় ব্যবসায়ী এবং সাহারা ইন্ডিয়া পরিবার এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান।

সুব্রত রায় সাহারা
জন্ম (1948-06-10) ১০ জুন ১৯৪৮
জাতীয়তাভারতীয়
অন্যান্য নামসাহারা শ্রী
পেশাপ্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সাহারা ইন্ডিয়া পরিবার
কার্যকাল১৯৭৮–বর্তমান
পরিচিতির কারণপুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া এর মালিক, গ্রসভেনার হাউস, এ্যামবি ভ্যালি সিটি, প্লাজা হোটেল, ড্রিম ডাউনটাউন হোটেল
আদি নিবাসলক্ষ্ণৌ
দাম্পত্য সঙ্গীস্বপ্না রায়
সন্তান
ওয়েবসাইটwww.sahara.in/saharasri/

ভারতীয় বহু-সমন্বিত বিচিত্র মালিকানার সঙ্গে তিনি পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া, লন্ডন এর গ্রসভেনর হাউস, নিউ ইয়র্ক এর প্লাজা হোটেল, এ্যমবি ভ্যালি সিটি ও ফোর্স ইন্ডিয়ার সাথে জড়িত। রায় ১৯৭৮ সালে তার কোম্পানী প্রতিষ্ঠা করেন।

প্রাথমিক জীবন

সুব্রত রায় সুধির চন্দ্র রায় ও শ্রীমতী ছবি রায় এর ঘরে ভারতের বিহার রাজ্যে ১৯৪৮ সালে আরারিয়ায় জন্মগ্রহণ করেন।[1][2][3] তিনি কলকাতায় হলি চাইল্ড স্কুল-এ প্রাথমিক শিক্ষাজীবন এবং পরবর্তীতে সরকারী টেকনিক্যাল ইনস্টিটিউট গোরখপুর থেকে মেকানিক্যাল বিষয়ে ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা করেন।[4] রায় গোরখপুরে প্রথমিকভাবে তার ব্যবসায়িক জীবন শুরু করেছিলেন।[5][6]

তথ্যসূত্র

  1. "Sahara India Pariwar"। Sahara.in। সংগ্রহের তারিখ ২০১১-০৯-১২
  2. "India's Sahara Group"। thedailystar.com। ২০১২-০৫-২৪। সংগ্রহের তারিখ ২০১২-০৫-২৭
  3. বাঙ্গালীর বিত্ত সাধনা সাহারার ইতিকথা, (Bangalir Vitta Sadhana: Saharar Itikatha), Mani Shankar Mukherjee, 2003
  4. "Subroto Roy Biography"। mapsofindia.com। ২০১১-০২-২৩। সংগ্রহের তারিখ ২০১১-০২-২৭
  5. "Subrata Roy"। timesofindia.com। ২০০৩-০৭-১০। সংগ্রহের তারিখ ২০০৪-০৭-১১
  6. "Sahara India"। newagebd.com। 2012-05-24। ২০১৩-১১-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ 201-05-27 এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.