সুব্রত পাল

সুব্রত পাল (জন্ম: ২৪ ডিসেম্বর, ১৯৮৬) একজন ভারতীয় বাঙালি ফুটবলার ৷ বর্তমানে ভারতের জাতীয় দলের গোলরক্ষক ৷ খেলা শেখেন ২০০০ সালে টাটা ফুটবল একাদেমীতে ৷ পরবর্তীকালে ২০০৩ সালে কলকাতার মোহনবাগান ক্লাবে যোগ দেন ৷ নেহেরু কাপ ও এ এফ সি চ্যালেঞ্জারর্স কাপে আন্তর্জাতিক মানের সাফল্য তার খেলোয়াড় জীবনে আলাদা মাত্রা এবে দেয় ৷

সুব্রত পাল
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম সুব্রত পাল
জন্ম (1986-12-24) ২৪ ডিসেম্বর ১৯৮৬
জন্ম স্থান কলকাতা, ভারত
উচ্চতা ১.৮৫ মিটার (৬ ফুট ১ ইঞ্চি)
মাঠে অবস্থান গোলরক্ষক
ক্লাবের তথ্য
বর্তমান ক্লাব পুনা ফুটবল ক্লাব
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন*
বছর দল উপস্থিতি
(গোল)
২০০৪-২০০৭
২০০৭-২০০৯
২০০৯
মোহনবাগান
ইস্ট বেঙ্গল
Pune FC

৪০ (০)
২৯ (১)
জাতীয় দল
২০০৭- India ৩০ (০)
  • পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে।
† উপস্থিতি(গোল সংখ্যা)।

জন্ম ও শিক্ষাজীবন

কর্মজীবন

খেলা

তথ্যসূত্র

    বহি:সংযোগ


    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.