ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব
কোয়েস ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব (English: Quess East Bengal Football Club), ভারতের একটি পেশাদার ফুটবল ক্লাব। এটির অবস্থান ভারতের কলকাতায়। এটি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) এর লাইসেন্সের আওতায় আই-লিগে খেলে।
![]() | |||
পূর্ণ নাম | কোয়েস ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব | ||
---|---|---|---|
ডাকনাম | লাল-হলুদ ব্রিগেড | ||
প্রতিষ্ঠিত | ১ আগস্ট ১৯২০ | ||
মাঠ | কল্যানী স্টেডিয়াম সল্টলেক স্টেডিয়াম ইস্টবেঙ্গল মাঠ | ||
ধারণক্ষমতা | ২০,০০০ ৮৫,০০০ ২৩,৫০০ | ||
চেয়ারম্যান | অজিত আইস্যাক | ||
ম্যানেজার | দেবরাজ চউধুরী | ||
কোচ | আলেহান্দ্রো মেনেনদেজ | ||
লীগ | আই-লিগ | ||
২০১৯-২০ | এখন প্রথম | ||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | ||
|
ক্লাবটি তিনটি জাতীয় ফুটবল লীগ শিরোপা (এখন আই-লিগ নামে পরিচিত), আটটি ফেডারেশন কাপ, তিনটি ভারতীয় সুপার কাপ এবং অন্যান্য ট্রফি জিতেছে[1]।
ক্লাবটি মূলত অভিবাসী জনগোষ্ঠীর দ্বারা সমর্থিত (বাঙ্গাল), যারা ১৯০৫ ও ১৯৪৭ এর বাংলা বিভাগের সময় বাসা ছেড়ে যেতে বাধ্য হয়েছিল।
১৯৯৮ সালে ইউনাইটেড ব্রিউয়ারিস গ্রুপ ক্লাবের ৫০% মালিকানা লাভ করে এবং তাদের কিংফিশার বিয়ার বিপননের জন্য ক্লাবের নাম পরিবর্তন করে কিংফিশার ইস্টবেঙ্গল ক্লাব নাম রাখে।
বর্তমান দল
নোট: পতাকা জাতীয় দল নির্দেশ করে যা ফিফা যোগ্যতার নিয়ম অধীন নির্ধারিত হয়েছে। খেলোয়াড়দের একাধিক জাতীয়তা থাকতে পারে যা ফিফা ভুক্ত নয়।
|
|
বর্তমান কোচিং কর্মীরা
পদ | নাম |
---|---|
প্রধান কোচ | ![]() |
সহকারী কোচ এবং ভিডিও বিশ্লেষক | ![]() |
কোচিং সহকারী | ![]() |
গোলকিপিং কোচ | ![]() |
শারীরিক এবং জিম প্রশিক্ষক | ![]() |
ক্লাব ডাক্তার | ![]() |
ফিজিও | ![]() |
যুব উন্নয়ন ও একাডেমি প্রকল্পের প্রধান | ![]() |
আন্ডার ১৩ দল কোচ | ![]() |
আন্ডার ১৫ দল কোচ | ![]() |
আন্ডার ১৮ দল কোচ | ![]() |
দলের মিডিয়া অফিসার | ![]() |
দলের বিপণন ব্যবস্থাপক | ![]() |
ক্রীড়া উপদেষ্টা | ![]() |
স্পনসর / বিনিয়োজক
কোয়েস ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব স্পনসর
- মালিক- কোয়েস কর্প
- স্পনসর- কোয়েস কর্প
- কিট স্পনসর- কাইজেন স্পোর্টস
- মার্চেন্ডাইজ অংশীদার- কাইজেন স্পোর্টস
- সহ-স্পনসর/অংশীদার-
- প্যারাগন (ব্র্যান্ড অংশীদার)
- মিও আমোরে (উদযাপনের অংশীদার)
- পেটিএম ইনসাইডার (টিকিট পার্টনার)
- 91.9 ফ্রেন্ডস এফএম (রেডিও অংশীদার)
- শাটল (ভ্রমণ অংশীদার)
ইস্টবেঙ্গল ক্লাব স্পনসর
- অঞ্জলি জুয়েলার্স
- কোয়েস কর্প
- সাওয়ানসুখ জুয়েলার্স
- শ্যাম সুন্দর কো জুয়েলার্স
সম্মান
আন্তর্জাতিক
- আশিয়ান ক্লাব চাম্পিয়ানশিপ
- বিজয়ী (১): ২০০৩
জাতীয়
- দ্বিতীয় (২): ২০১০-১১, ২০১৮-১৯, ২০১৩-১৪
- ন্যাশনাল ফুটবল লীগ (২০০৬ পর্যন্ত)
- বিজয়ী (৩): ২০০০-০১, ২০০২-০৩, ২০০৩-০৪
- দ্বিতীয় (৩): ১৯৯৭-৯৮, ১৯৯৮-৯৯, ২০০৫-০৬
- ফেডারেশন কাপ
- বিজয়ী (৭): ১৯৭৮, ১৯৮০, ১৯৮৫, ১৯৯৬, ২০০৭, ২০০৯, ২০১০
- দ্বিতীয় (৬): ১৯৮৪, ১৯৮৬, ১৯৯২, ১৯৯৫, ১৯৯৮, ২০১১
- বিজয়ী (৩): ১৯৯৭, ২০০৬, ২০১১
- দ্বিতীয় (৩): ২০০৩, ২০০৮, ২০১০
- আই এফ এ শিল্ড
- বিজয়ী (২৩): ১৯৬১, ১৯৬৫, ১৯৬৬, ১৯৬৭, ১৯৭০, ১৯৭২, ১৯৭৩, ১৯৭৪, ১৯৭৫, ১৯৭৬, ১৯৭৯, ১৯৮১, ১৯৮৩, ১৯৮৪, ১৯৮৬, ১৯৯০, ১৯৯১, ১৯৯৪, ১৯৯৫, ১৯৯৭, ২০০০, ২০০১, ২০০২
- দ্বিতীয় (৪): ১৯৬৯, ১৯৭৭, ১৯৯৮, ২০০৩
- ডুরান্ড কাপ
- বিজয়ী (১৫): ১৯৫১, ১৯৫২, ১৯৫৬, ১৯৬০, ১৯৬৭, ১৯৭০, ১৯৭২, ১৯৭৮, ১৯৮২, ১৯৮৯, ১৯৯০, ১৯৯১, ১৯৯৩, ২০০২, ২০০৪
তথ্যসূত্র
- "East Bengal stun Dempo 3-2 to lift Federation Cup"। Kickoffindia.com।
- "QEBFC vs RKFC MATCH SUMMARY" (PDF)।