সিদ্ধকাঠী জমিদার বাড়ি

সিদ্ধকাঠী জমিদার বাড়ি বাংলাদেশ এর বরিশাল বিভাগের ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সিদ্ধকাঠী ইউনিয়নের সিদ্ধকাঠী গ্রামে অবস্থিত।[1]

সিদ্ধকাঠী জমিদার বাড়ি জমিদার বাড়ি
সাধারণ তথ্য
ধরনবাসস্থান
অবস্থাননলছিটি উপজেলা
ঠিকানাসিদ্ধকাঠী ইউনিয়ন
শহরনলছিটি উপজেলা, ঝালকাঠি জেলা
দেশবাংলাদেশ
নির্মাণ শুরু হয়েছে১৩৩২ বঙ্গাব্দ
সম্পূর্ণঅজানা
বন্ধ করা হয়েছে১৯৪৭
স্বত্বাধিকারীডাঃ চক্রবর্তী শ্রী চন্ডিচরণ
কারিগরী বিবরণ
পদার্থইট, সুরকি ও রড

ইতিহাস

জমিদার বাড়িটি বাংলা ১৩৩২ সালে জমিদার ডাঃ চক্রবর্তী শ্রী চন্ডিচরণ প্রতিষ্ঠা করেন। এই জমিদার বাড়িটি সিদ্ধকাঠী রায় চৌধুরীদের বাড়ি নামেও বেশ পরিচিত। এই বাড়িটি কবি কামিনী রায়ের শশুর বাড়ী। মূল ভবনটি এখন নেই। ঘাট বাধানো পুকুর কালের সাক্ষী হয়ে আছে এখনো। সিদ্ধকাঠী মাধ্যমিক বিদ্যালয় (১৮৮২) জমিদার জগৎপ্রসন্ন রায় চৌধুরী কর্তৃক প্রতিষ্ঠিত হয়ে এখনো স্বমহিমায় উজ্জ্বল হয়ে আছে। [1]

আরো দেখুন

তথ্যসূত্র

  1. "সিদ্ধকাঠি জমিদার বাড়ী"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১৯ মার্চ ২০১৯। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৯

বহিঃসংযোগ

সিদ্ধকাঠি জমিদার বাড়ী - বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.