সিংহাবাদ
সিংহাবাদ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিনাজপুরর হাবিবপুর সিডি ব্লকের মালদা সদর মহকুমার একটি গ্রাম। এটি বাংলাদেশ-ভারত সীমান্তের একটি রেলপথে ট্রানজিট পয়েন্ট। এটি হাবিবপুর বিধানসভা কেন্দ্র এবং মালদহ উত্তর লোকসভা কেন্দ্রের অন্তর্গত এবং দুটি কেন্দ্রটি এসটি এর জন্য সংরক্ষিত রাখা আছে।
সিংহাবাদ | |
---|---|
গ্রাম | |
![]() ![]() সিংহাবাদ ![]() ![]() সিংহাবাদ | |
স্থানাঙ্ক: ২৪.৯১৮৩° উত্তর ৮৮.২৮৯৮° পূর্ব | |
দেশ | ![]() |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
জেলা | উত্তর দিনাজপুর |
সরকার | |
• ধরন | পঞ্চায়েত রাজ (ভারত) |
• শাসক | গ্রাম পঞ্চায়েত |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ১,৯৫১ |
ভাষা | |
• দাপ্তরিক | বাংলা, ইংরেজি |
সময় অঞ্চল | আইএসটি (ইউটিসি+৫:৩০) |
আইএসও ৩১৬৬ কোড | IN-WB |
যানবাহন নিবন্ধন | WB |
ওয়েবসাইট | wb |
ভূগোল ও জনসংখ্যা
সিংহাবাদ গ্রাম ভারতের উত্তর দিনাজপুর জেলায় অবস্থিত। উত্তর দিনাজপুর জেলা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা বিভাগের একটি জেলা। সিংহাবাদ ৮৮.২৮৯৮° পূর্ব দ্রাঘিমাংশ এবং ২৪.৯১৮৩° উত্তর অক্ষাংশে অবস্থিত। ২০১১ ভারতের জনগণনা অনুসারে সিংহাবাদের মোট জনসংখ্যা ছিল ১৯৫১ জন যার মধ্যে ১, ০২৩ (৫২%) পুরুষ এবং ৯২৮ (৪৮%) মহিলা ছিলেন। ছয় বছরের নিচের জনসংখ্যা ছিল ৩০৬ জন। সিংহাবাদের মোট সাক্ষরতার সংখ্যা ১.১৫৮ (ছয় বছরের ওপর জনসংখ্যা ৭০.৪০%) ছিল।[1] গ্রামের মানুষেরা বাংলা ও ইংরেজি ভাষায় কথা বলে।
ভূপ্রকৃৃতি
সিংহাবাদ গ্রাম মাটিকে মুলতঃ তিন প্রকারে বিভক্ত করা যায় যথা; পুরানো পললমৃৃত্তিকা, মধ্যবর্তী পললমৃৃত্তিকা, নবীন পললমৃত্তিকা দিয়ে গঠিত ভূমি৷ পুরানো পললমৃৃত্তিকা অঞ্চলে এঁটেল ও দোঁয়াশ মাটির রূপভেদ স্পষ্ট৷ মাটির বর্ণ গাঢ় এবং প্রশম অথবা ঈষৎ আম্লিক প্রকৃতির৷ জেলাটি সাধারণভাবে সমতল হলেও উত্তর থেকে দক্ষিণে সামান্য ঢালু, এর ফলস্বরূপ মুল নদীগুলির অভিমুখও উত্তর থেকে দক্ষিণমুখী৷
কৃৃষিভূমি
ধান এই জেলার মূল উৎপাদন৷ বিস্তৃৃত ২৭০০ বর্গকালোমিটার অঞ্চলে চাষ হয় যার অধিকাংশ দূই-ফসলি জমি৷ এছাড়া গবাদিপশুর চারণক্ষেত্র রয়েছে৷
সিংহাবাদ-রোহনপুর ট্রানজিট
এখানে সক্রিয় ট্রানজিটের সুবিধা পয়েন্ট। বাংলাদেশের পাশের সংশ্লিষ্ট স্টেশনটি নবাবগঞ্জ জেলার রোহনপুর রেলস্টেশন।
১৫ অগাস্ট ১৯৪৭ সালে বাংলাদেশ ও ভারত কর্তৃক স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী বাংলাদেশ ও নেপালের মধ্যে ওভারল্যান্ড ট্রানজিট ট্র্যাফিকের সুবিধার্থে সম্মত হয়েছিল। সেপ্টেম্বর ২০১১ এ বাংলাদেশ ও নেপালের মধ্যে ওভারল্যান্ড ট্রানজিট ট্র্যাফিকের সুবিধার্থে নতুন রেল রুট যুক্ত করার জন্য একটি সংযোজন করা হয়েছিল।[2][3]
২০১১ সালের নভেম্বর মাসে বাংলাদেশ রাহানপুর-সিংহবাদ ট্রানজিট পয়েন্টটি ব্যবহার করে নেপালে সার রফতানি শুরু করে।[4] সিংহবাদ-রোহনপুর ট্রানজিট পয়েন্টটি নেপালের রাকসৌল থেকে বাংলাদেশের খুলনায় যাতায়াত ছাড়াই পণ্য পরিবহনের অনুমতি দেয়, তবে এটি খুব কমই ব্যবহৃত হয়ে থাকে। [5]
ভূমি শুল্ক স্টেশন
ভারত-বাংলাদেশ সীমান্তে রেলপথে পণ্য পরিবহনের জন্য সিংহাবাদের একটি স্থল শুল্ক স্টেশন রয়েছে।[6][7]
পরিবহন
সিংহবাদ রেল স্টেশন পুরোনো মালদা-আবদুলপুর লাইনে অবস্থিত।[8]
সিংহাবাদ রেল স্টেশন
সিংহাবাদ রেল স্টেশন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা জেলার মালদা সদর মহকুমার হাবিবপুর সিডি ব্লকের সিংহবাদকে পরিষেবা প্রদান করে থাকে। এটি বাংলাদেশ-ভারত সীমান্তে একটি রেলপথে ট্রানজিট পয়েন্ট। [6][9] এই রুটে একটি ট্রেন রয়েছে ৫৫৭০৯/৫৫৭১০ সিংগাবাদ-পুরাতন মালদা যাত্রী। এটি ৪৫ মিনিটের মধ্যে দুটি স্টপ সহ ২৪ কিমি। কিলোমিটারের দূরত্বে চলেছো[10][11]
তথ্যসূত্র
- "2011 Census – Primary Census Abstract Data Tables"। West Bengal – District-wise। Registrar General and Census Commissioner, India। সংগ্রহের তারিখ ৮ মে ২০১৯।
- "Addendum to MOU between India and Bangladesh to facilitate overland transit traffic between Bangladesh and India, 6 September 2011"। Ministry of External Affairs, Government of India। সংগ্রহের তারিখ ২০১৩-০৩-০৪।
- "Joint Statement on the occasion of the visit of the PM of India to Bangladesh, 7 September 2011"। Item No. 40। Ministry of External Affairs, Government of India। সংগ্রহের তারিখ ২০১৩-০৩-০৪।
- "Bangladesh export to Nepal thru India resumes tomorrow"। Priyo Internet Life। ৬ এপ্রিল ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০১১।
- "Economic Integration in South Asia"। page 244। Dorling-Kindersley (India) Pvt. Ltd., 14 Local Shopping Centre, Panchsheel Park, New Delhi 110 017। আইএসবিএন 978-81-317-2945-8। সংগ্রহের তারিখ ২০১৩-০৩-০৬।
- "Notification No. 63/94-Cus. (N.T.) dtd 21/11/1994 with amendments - Land Customs Stations and Routes for import and export of goods by land or inland water ways"। ২০১২-০১-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ মে ২০১৯।
- "Notification No.:91/2009-Customs"। CustomsIndiaOnline। সংগ্রহের তারিখ ১১ মে ২০১৯।
- "Departures from Singhabad"। india rail info। সংগ্রহের তারিখ ৮ মে ২০১৮।
- "Executive Summary" (PDF)। ২০১২-০৪-২৬ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-১১-১২।
- "Departures from Singhabad"। india rail info। সংগ্রহের তারিখ ২০১৩-০৩-০৬।
- "Singhabad Old Malda Passenger"। india rail info। সংগ্রহের তারিখ ২০১৩-০৩-০৬।