সালেহ আহমেদ
সালেহ আহমেদ (১৯৩৬/১৯৩৭-২৪ এপ্রিল ২০১৯) একজন বাংলাদেশি অভিনেতা।[1]
সালেহ আহমেদ | |
---|---|
জন্ম | ১৯৩৬/১৯৩৭ সারিয়া কান্দি, বগুড়া |
মৃত্যু | ২৪ এপ্রিল ২০১৯ (৮৩ বছর) |
জাতীয়তা | বাংলাদেশি |
পেশা | অভিনেতা |
প্রারম্ভিক ও ব্যক্তিগত জীবন
সালেহ আহমেদ বগুড়ার সারিয়া কান্দিতে জন্মগ্রহণ করেন।[2] ব্যক্তিগত জীবনে তিনি মুসলিমা আহমেদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।[3]
কর্মজীবন
সালেহ অল্প বয়সে অভিনয় শুরু করেন। ময়মনসিংহ ভিত্তিক নাট্যদল 'অমরাবতী নাট্যমঞ্চ'তে অভিনয়ের মাধ্যমে তার অভিনয় জগতের যাত্রা শুরু হয়।[1] বাংলাদেশ স্বাধীনতা লাভের পূর্বে তিনি পূর্ব পাকিস্তান টেলিভিশনে (বর্তমান বাংলাদেশ টেলিভিশন) প্রচারিত অনুষ্ঠানে নিয়মিত অভিনয় করেছেন।
অভিনয়ের পাশাপাশি তিনি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরেও চাকুরী করেছেন।[4] ১৯৯১ সালে চাকুরী থেকে অবসরগ্রহণ করেন। তিনি জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের বেশ কিছু নাটকে অভিনয় করেন। নাটকের পাশাপাশি তিনি বেশ কিছু চলচ্চিত্রেও অভিনয় করেছেন। তিনি ধারাবাহিক ‘অয়োময়’ নাটক ও ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত আগুনের পরশমণি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন।[5]
উল্লেখযোগ্য টিভি নাটক ও চলচ্চিত্র তালিকা
টিভি নাটক
- আজ রবিবার
- কোথাও কেউ নেই
- বাদল দিনের প্রথম কদম ফুল
চলচ্চিত্র
মৃত্যু
সালেহ আহমেদ দীর্ঘ কয়েক বছর ধরে অসুখে ভুগে ২০১৯ সালের ২৪ এপ্রিল দুপুর ২ টা ৩৩ মিনিটে ৮৩ বছর বয়সে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে মৃত্যুবরণ করেন।[6]
তথ্যসূত্র
- "Saleh Ahmed laments not acting"। Dhaka Mirror। মে ২৩, ২০১৩। সংগ্রহের তারিখ নভে ১১, ২০১৫।
- "চলে গেলেন সালেহ আহমেদ"। কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০১৯।
- "অভিনেতা সালেহ আহমেদ আর নেই"। চ্যানেল আই। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০১৯।
- "অভিনেতা সালেহ আহমেদ আর নেই"। যুগান্তর। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০১৯।
- "অভিনেতা সালেহ আহমেদ আর নেই"। ইত্তেফাক। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০১৯।
- "অভিনেতা সালেহ আহমেদ আর নেই"। Jugantor। সংগ্রহের তারিখ ২০১৯-০৪-২৪।