সার্ক সাহিত্য পুরস্কার

সার্ক সাহিত্য পুরস্কার সার্ক লেখক ও সাহিত্য প্রতিষ্ঠান (ফসওয়াল) কর্তৃক প্রবর্তিত বার্ষিক পুরস্কারবিশেষ। ২০০১ সাল থেকে অনিয়মিতভাবে এ পুরস্কার প্রদান করা হচ্ছে।[1][2][3] শামসুর রাহমান, মহাশ্বেতা দেবী, জয়ন্ত মহাপাত্র, অভি সুবেদী, মার্ক টালি, সীতাকান্ত মহাপাত্র, উদয় প্রকাশ, সুমন পোখরেল এবং অভয় কে এ পুরস্কারের উল্লেখযোগ্য ব্যক্তিত্ব।[4] তন্মধ্যে, নেপালী কবি, গীতিকার এবং অনুবাদক সুমন পোখরেল একমাত্র লেখক হিসেবে এ পুরস্কার দুইবার পেয়েছেন।[5][6]

পুরস্কার প্রাপক

২০১৫ সালের সার্ক সাহিত্য পুরস্কারের সারিবদ্ধ স্থিরচিত্র
২০১৩ সালের সার্ক সাহিত্য পুরস্কারের বিজয়ীগণ
সালকবি/লেখকজাতীয়তা
২০১৮নজিবুল্লাহ মানালাই[7]আফগানিস্তান
২০১৫সীতাকান্ত মহাপাত্রভারত
২০১৫সেলিনা হোসেনবাংলাদেশ
২০১৫সুমন পোখরেলনেপাল
২০১৫নিসার আহমদ চৌধুরীপাকিস্তান
২০১৫আর্য অরুণআফগানিস্তান
২০১৪তারান্নুম রিয়াজভারত
২০১৩অভয় কেভারত
২০১৩সুমন পোখরেলনেপাল
২০১৩ফারহিন চৌধুরীপাকিস্তান
২০১৩আবদুল খালেক রশিদআফগানিস্তান[8]
২০১৩দয়া দিসানায়াকেশ্রীলঙ্কা
২০১২ফকরুল আলম[9]বাংলাদেশ
২০১২আয়েশা জি খান[10]পাকিস্তান
২০১১ইব্রাহিম ওয়াহিদমালদ্বীপ
২০১১সৈয়দ আখতার হোসেন আখতার (মরণোত্তর)পাকিস্তান
২০১০হামিদ মীরপাকিস্তান
২০১০অভি সুবেদীনেপাল
২০১০মার্ক টালিভারত
২০১০তিন তিন উইন, জু
২০০৯জয়ন্ত মহাপাত্রভারত
২০০৯উদয় প্রকাশভারত
২০০৯কামাল খান
২০০৭মহাশ্বেতা দেবী[11]ভারত
২০০৬মৈত্রেয়ী পুষ্পভারত
২০০৬জাহিদা হিনা
২০০৬লক্ষ্মণ গায়কোয়াড়ভারত
২০০৬তিসা আবেসেকারাশ্রীলঙ্কা
২০০২লক্ষ্মী চাঁদ গুপ্ত[12]ভারত
২০০১গণেশ নারায়ণদাস দেবীভারত
২০০১শামসুর রাহমানবাংলাদেশ

এছাড়াও দক্ষিণ এশিয়ার দেশসমূহের উদীয়মান কবি ও লেখকদের জন্য ফসওয়াল সার্ক তরুণ লেখক পুরস্কারের প্রবর্তন করেছে। তন্মধ্যে, খালিদা ফ্রোয়াগ, রুবানা হক, ভিভিমারি ভান্দারপুর্তেন, নন্দা তিন্ত সুই, মনু মঞ্জিল, নায়ারা রহমান উল্লেখযোগ্য।

তথ্যসূত্র

  1. ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩ নভেম্বর ২০১৩ তারিখে FOSWAL Website
  2. Five Writers honoured at SAARC Litearure Festival, Hindustan Times March 11, 2013
  3. Official website of SAARC:Apex and Recognized Bodies
  4. Mahasweta Devi to get SAARC Literary Award Oneindia.in March 30, 2007
  5. Hindustan Times, New Delhi, Saturday, February 14, 2015
  6. http://currentaffairs.gktoday.in/saarc-literature-awards-0320135365.html
  7. "SAARC Literary Award and Ceremony 2018"saarcculture.org (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৩-০৮
  8. "Dr. Laxmi Chand Gupta (Joined GRMC-1957)"। GRMC Alumni Association। ২০১৬। সংগ্রহের তারিখ জুলাই ২৪, ২০১৬

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.