সাঁত্রাগাছি কেদারনাথ ইন্সটিটিউশন

সাঁত্রাগাছি কেদারনাথ ইন্সটিটিউশন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়ায় অবস্থিত ১৯২৫ সালে প্রতিষ্ঠিত একটি মাধ্যমিক উচ্চ বিদ্যালয়।

সাঁত্রাগাছি (সাঁতরাগাছি) কেদারনাথ ইনস্টিটিউশন
চিত্র:Santragachi Kedarnath Institution Logo.jpg
বিদ্যালয়ের সামনের গেট
ঠিকানা
১৮১ শাস্ত্রী নরেন্দ্রনাথ গাঙ্গুলী রোড
রামরাজাতলা
সাঁতরাগাছি
হাওড়া, পশ্চিমবঙ্গ
ভারত
স্থানাঙ্ক২২°৫৮′৪৭″ উত্তর ৮৮°৩০′৩৮″ পূর্ব
তথ্য
বিদ্যালয়ের ধরনমাধ্যমিক, উচ্চমাধ্যমিক
নীতিবাক্যশ্রদ্ধাবান্ লভ্তে জ্ঞানম্
(যারা শ্রদ্ধা করে তাদেরই জ্ঞান প্রাপ্ৰ)
প্রতিষ্ঠাকাল১৭ জুলাই ১৯২৫
প্রতিষ্ঠাতাআশুতোষ মুখার্জী
বিদ্যালয় জেলাহাওড়া
সেশনদিবা বিভাগ
প্রধান শিক্ষকপ্রণব শরণ চ্যাটার্জী
শিক্ষার্থী সংখ্যাগড় ২৫০০
ছাত্র-শিক্ষক অনুপাত৪০
শ্রেণীর প্রস্তাবপ্রথম-দ্বাদশ
ভাষার মাধ্যমবাংলা
সময়সূচি১০.৩০ am- ৪.৩০ pm
বিদ্যালয়ের কার্যসময়৬ ঘন্টা
শ্রেণীকক্ষগড় ৫০
গানজন গন মন
প্রকাশনা
  • কালপঞ্জি
  • বার্ষিক ম্যাগাজিন (পূজার ফুল)
বর্ষপুস্তকপূজার ফুল
অন্তর্ভুক্তিWest Bengal Board of Secondary Education and West Bengal Council of Higher Secondary Education
তথ্য
  • Uniform- নীল প্যান্ট ও সাদা জেমস
ওয়েবসাইটhttp://sknionline.in/

ইতিহাস

১ম জানুয়ারিরিখে স্থানীয় জনতা কেদারনাথ ব্যানার্জী দ্বারা সাঁত্রাগাছি কেদারনাথ ইনস্টিটিউশন প্রতিষ্ঠিত হয়। ১৭ই জুলাই, ১৯২৫ তারিখে আশুতোষ কলেজের ভাইস চ্যান্সেলর এবং অধ্যাপক শ্রী আশুতোষ মুখার্জী কর্তৃক ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। এটি ৬টি ঘরে ২২৫ জন শিক্ষার্থীর সাথে শুরু হয়। ১৯২৬সালের ২ জানুয়ারি কলকাতা বিশ্ব বিদ্যালযে়র অস্থায়ী অনুমতির সাথে নবম শ্রেণির শ্রেণি শুরু হয় এবং ১৯২৭ সালে দশম শ্রেণী সম্পন্ন হওয়ার পর স্কুল ছাত্রদের প্রথমবারের মতো বোর্ড পরীক্ষার জন্য পাঠানো হয়। ১৯৩৩ সালে, সাঁত্রাগাছি কেদারনাথ ইনস্টিটিউশন তার স্থায়ী অধিভুক্তি লাভ করে।

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.