সাঁঝবাতি

সাঁঝবাতি শৈবাল বন্দ্যোপাধ্যায় ও লীনা গঙ্গোপাধ্যায় পরিচালিত এবং বেঙ্গল টকিজ দ্বারা প্রযোজিত ও অতনু রায়চৌধুরী নিবেদিত একটি বাংলা নাটকীয় চলচ্চিত্র[1][2] ছবিটির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন দেব, সৌমিত্র চট্টোপাধ্যায়, পাওলি দামলিলি চক্রবর্তী। বেঙ্গল টকিজের ব্যানারে ছবিটি ২০ শে ডিসেম্বর ২০১৯ সালে ৫৬ টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।[3]

সাঁঝবাতি
সাঁঝবাতি চলচ্চিত্রের বানিজ্যিক পোস্টার
সাঁঝবাতি
পরিচালকশৈবাল বন্দ্যোপাধ্যায়
লীনা গঙ্গোপাধ্যায়
প্রযোজকঅতনু রায়চৌধুরী
রচয়িতালীনা গঙ্গোপাধ্যায়
শ্রেষ্ঠাংশেনীচে দেখুন
সুরকারঅনুপম রায়
সম্পাদকসুজয় দত্ত রায়
পরিবেশকবেঙ্গল টকিজ
মুক্তি
  • ২০ ডিসেম্বর ২০১৯ (2019-12-20)
দেশভারত
ভাষাবাংলা
আয়₹৭৪.৮৭ লাখ (৬ দিনে)

গল্প

অভিনয়ে

  • সৌমিত্র চ্যাটার্জী[4] - ছানা দাদু, সুলেখা'র বন্ধু।
  • দেব[5] - চন্দন, সংক্ষেপে সবাই চাঁদু নামে ডাকে। চাঁদু সুলেখা'র বাড়ির ভৃত্য।
  • পাওলি দাম[6] - ফুলি, প্রৌঢ়া সুলেখা'র (লিলি চক্রবর্তী) দেখভালের জন্য দুজন কর্মীর একজন।
  • লিলি চক্রবর্তী[4] - সুলেখা, একটি বাড়িতে থাকা একলা বৃদ্ধা। তার ছেলেরা কর্মসূত্রে দেশের বাইরে থাকে।
  • সোহিনী সেনগুপ্ত[4]
  • সন্তু মুখোপাধ্যায় [4]
  • সুদীপ মুখোপাধ্যায়[4]

নির্মাণ

উন্নয়ন

চলচ্চিত্রায়ন

চলচ্চিত্রটির চিত্রায়ন মূলত কলকাতা শহরের মধ্যেই হয়েছে। ছবির কিছু দৃশ্যের চিত্রায়ন দার্জিলিংয়ে করা হয়েছে। দার্জিলিংয়ে বেড়ানোর নানা দৃশ্য ম্যাল-এ ধারণ করা হয়েছে। দার্জিলিং-এ বেড়ানোর সঙ্গে সঙ্গে একটি গানের দৃশ্যেরও চিত্রায়ন হয়েছে ম্যালে। টুংলিং-এ ছবির কিছু অংশের দৃশ্য ধারণ করা হয়। ছবির একটি প্রাতরাশের(ব্রেকফাস্ট) দৃশ্যের চিত্রায়ন টুংলিং-এ করা হয় ।[7]

প্রচারণা ও মুক্তি

সংগীত

এই চলচ্চিত্রের সংগীত পরিচালনা করেন অনুপম রায়। গানগুলি গেয়েছেন শান, অন্বেষাঅনুপম রায়। ‘ক্ষমা করো’, ‘কাগজের বাড়ি’ এবং ‘বিসর্জন’ -ছবির এই তিনটি গানই লিখেছেন অনুপম রায়[8]

সাঁঝবাতি
অনুপম রায় কর্তৃক সাউন্ডট্র্যাক
মুক্তির তারিখ২০১৯
ঘরানাচলচ্চিত্রের গান
প্রযোজকবেঙ্গল টকিজ
অনুপম রায় কালক্রম
বর্ণপরিচয়
(২০১৯)বর্ণপরিচয়২০১৯
সাঁঝবাতি
(২০১৯)
বেলা শুরু
(২০২০)বেলা শুরু২০২০
গান
নং.শিরোনামকণ্ঠশিল্পী(রা)দৈর্ঘ্য
১."ক্ষমা করো"অনুপম রায় 
২."কাগজের বাড়ি"অন্বেষা৩:৪৬
৩."বিসর্জন"শান২:২৪

প্রতিক্রিয়া

সমালোচনা

আয়

ছবিটি ৫৬ টি প্রেক্ষাগৃহে প্রায় ৭০ টি পর্দায় (স্ক্রিন) মুক্তি পায়। প্রথমদিনে ছবিটির আয় খুবই ছিল। পরবর্তী দিনগুলিতে ধীরে ধীরে ছবির আয় বৃদ্ধি পায়। ছবিটি প্রেক্ষাগৃহ থেকে প্রথম দিনে ₹৪.৬৪ লাখ, দ্বিতীয় দিনে ₹৯.৯১ লাখ এবং ₹১৯.২৬ লাখ আয় করে। প্রথম সপ্তাহান্তে আয় করে ₹৩৩.৮১ লাখ। ছবিতি ২৫ ডিসেম্বরে ৬তম দিনে ₹২৬.১২ লাখ টাকা আয় করে, যা ছবিটির একদিনের হিসাবে সর্বোচ্চ আয়। ৬ দিনে ছবিটি প্রেক্ষাগৃহ থেকে মোট ₹৭৪.৮৭ লাখ টাকা আয় করে।

তথ্যসূত্র

  1. "What convinced Dev to be a part of 'Sanjhbati'? - Times of India"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-১০-০২
  2. BookMyShow। "Sanjhbati Movie (2019) | Reviews, Cast & Release Date in Kalyani"BookMyShow (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-১০-০২
  3. "'Sanjhbati' set to go on floors from mid June - Times of India"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-১০-০২
  4. অর্পিতা রায়চৌধুরী (২৯ নভেম্বর ২০১৯)। "বার্ধক্যের একাকিত্বে সাঁঝবাতির আলোয় নতুন রূপকথা লিখবে চাঁদু, ফুলি"। আনন্দবাজার পত্রিকা। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৯
  5. স্রবন্তী বন্দ্যোপাধ্যায় (১৯ ডিসেম্বর ২০১৯)। "ভক্তেরা আমায় ভৃত্যের চরিত্রে নেবে কি না জানি না আমি: দেব"www.anandabazar.com/। আনন্দবাজার পত্রিকা। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৯
  6. সায়নী ঘটক (১৮ ডিসেম্বর ২০১৯)। "দর্শক দেখুক, পাওলিও হাসতে জানে"। আনন্দবাজার পত্রিকা। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৯
  7. "'সাঁঝবাতি'র অ্যালবাম"। এই সময়। ১৭ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৯
  8. দেবস্মিতা দাস (১১ ডিসেম্বর ২০১৯)। "'সাঁঝবাতি'র মিউজিক লঞ্চ জমিয়ে দিলেন দেব-লিলি চক্রবর্তী"। bengali.indianexpress.com। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৯

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.