সং থ্রাশ

সং থ্রাশ (Turdus philomelos) হলো একটি থ্রাশ জাতীয় পাখি, যাদেরকে ইউরেশিয়ার অধিকাংশ অঞ্চলে দেখা যায় । এর শরীরের উর্দ্ধাংশ বাদামী রঙের ও নিম্নাংশ ক্রীম রঙের । এর তিনটি উপপ্রজাতির সন্ধান পাওয়া গেছে । এই পাখির ডাক এতই সুরেলা যা বিভিন্ন কবিতায় এর কথা উল্লেখ করা হয়েছে ।

সং থ্রাশ
Singing in the Netherlands

ন্যূনতম বিপদগ্রস্ত  (আইইউসিএন ৩.১)[1]
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
অপরিচিত শ্রেণী (ঠিক করুন): Turdus
প্রজাতি: T. philomelos
দ্বিপদী নাম
Turdus philomelos
Brehm, 1831
Global range     Year-Round Range     Summer Range     Winter Range

শ্রেনীবিন্যাস

নাম

জার্মান পক্ষীবিদ ক্রিশ্চিয়ান লুডউইগ ব্রিহম ১৮৩১ সালে সং থ্রাশ পাখি সম্পর্কে বর্ণনা করেন । এর আসল বৈজ্ঞানিক নাম Turdus philomelos [2]

প্রকারভেদ

বর্ণনা

তথ্যসূত্র

বহিসূত্র

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.