শ্রী

শ্রী হলো একটি সংস্কৃত জাত শব্দ, যা ভারত উপমহাদেশীয় সংস্কৃতিতে নামের পূর্বে জনাবের বিকল্প হিসেবে ব্যবহার হয়।

শব্দের অর্থসমূহ

হিন্দুদের লক্ষ্মী এবং সরস্বতী দেবীকে শ্রী সম্বোধন করা হয়। এছাড়াও বাংলাতে সৌন্দর্য, এবং রূপ লাবণ্যকেও শ্রী বলে। [1]

ব্যবহার

হিন্দু নামের উপাধি হিসেবে এই শব্দের ব্যবহার হয়। এছাড়াও হিন্দুদের দেবদেবীর সম্মানার্থে নামের পূর্বে শ্রী লেখা হয়।

বিভিন্ন ভাষায় শ্রী

দক্ষিণ এবং দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলিতে শ্রী শব্দের প্রচলন আছে।

ভাষা/লিপিশ্রী লিখনি
পূর্বী নাগরীশ্রী
বর্মী ভাষাသီရိ (thiri)
দেবনাগরী লিপিश्री
গুজরাটি ভাষাશ્રી
ইন্দোনেশীয় ভাষাSri
জাভানীয় ভাষাꦱꦿꦶ (শ্রী যুক্তবর্ণটি হয়তো ঠিকভাবে নাও দেখা যেতে পারে।)
কন্নড় ভাষাಶ್ರೀ
খ্‌মের ভাষাស្រី (Srey) and សេរី (Serey)
লাও ভাষাສີ (Si) and ສຣີ (Sri)
মালয় ভাষাسري (Seri)
মালয়ালাম ভাষাശ്രീ
ওড়িয়া ভাষাଶ୍ରୀ
পাঞ্জাবি ভাষাਸ਼੍ਰੀ
সিংহলি ভাষাශ්රී (Sri or "Shree") or සිරි (Siri)
সিলেটি ভাষাꠍꠤꠞꠤ (siri)
তামিল ভাষাஸ்ரீ (Shre or Shree)
তেলুগু ভাষাశ్రీ
থাই ভাষাศิริ (Siri) and ศรี (Sri or Si)
চাম ভাষাChế

তথ্যসূত্র

  1. http://www.english-bangla.com/bntobn/index/শ্রী
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.