শৈলকুপা জমিদার বাড়ি

শৈলকুপা জমিদার বাড়ি বাংলাদেশ এর ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার আবাইপুর গ্রামে অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি। যা একসময় "শিকদার স্ট্রিট" নামে পরিচিত ছিল। [1]

শৈলকুপা জমিদার বাড়ি
বিকল্প নামশিকদার স্ট্রিট
সাধারণ তথ্য
ধরনবাসস্থান
অবস্থানশৈলকুপা উপজেলা
ঠিকানাআবাইপুর গ্রাম
শহরশৈলকুপা উপজেলা, ঝিনাইদহ জেলা
দেশবাংলাদেশ
খোলা হয়েছে১২০০ বঙ্গাব্দের মাঝামাঝি
স্বত্বাধিকারীরামসুন্দর শিকদার
কারিগরী বিবরণ
পদার্থইট, সুরকি ও রড
তলার সংখ্যা০২ (দুই)
তলার আয়তন৪০০ বিঘা
ভূতল৪০০ বিঘা
অন্যান্য তথ্য
কহ্ম সংখ্যা৩৫০ (তিনশত পঞ্চাশ)

ইতিহাস

জমিদার রামসুন্দর শিকদার ১২০০ বঙ্গাব্দের মাঝামাঝি সময়ে বর্তমান ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায় উক্ত জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন। এই জমিদার বংশের আগের বংশগত উপাধি ছিল তিলিকুণ্ড। পরবর্তীতে জমিদার রামসুন্দর শিকদারের ঠাকুর দাদা কার্তিক শিকদার মুর্শিদাবাদের নবাবের কাছ থেকে এই শিকদার উপাধি লাভ করেন। তখন থেকেই তারা তিলিকুণ্ড সম্প্রদায় থেকে শিকদার সম্প্রদায় হিসেবে পরিচিত হন। রামসুন্দর এখানে জমিদারী প্রতিষ্ঠা করার পর সাব-রেজিস্ট্রার অফিস, থিয়েটার হল ও এক বড় বাজার স্থাপন করেন। যার ফলে তার জমিদারী এখানে আরো প্রভাবশালী হয়ে উঠে। তার ০৭ জন পুত্র ছিলেন। তিনি ২৫শে বৈশাখ ১২৭০ বঙ্গাব্দে ইন্তেকাল করেন। পরে তার সন্তানেরা সকলে মিলে তার জমিদারী ও ব্যবসা দেখাশুনা করেন। তারা "শিকাদর অ্যান্ড কোম্পানি" নামে পাট ব্যবসা করে বাংলা ১৩০৪ সালে আরো বেশী ব্যবসায় সফলতা অর্জন করেন। বাংলা ১৩১৯ সালে তাদের কোম্পানির পাট বিশ্বের মধ্যে প্রথম শ্রেণির মর্যাদা লাভ করে। যার ফল সরূপ তখনকার ভারতবর্ষের গভর্নর জেনারেল "লর্ড কার্জন" তাদের কোম্পানিকে "প্রিন্স অব জুট বেলার্স" উপাধি প্রদান করেন। পরবর্তীতে তাদের বংশের লোকদের মধ্যে এই জমিদার বংশের সকল সম্পত্তি ভাগ হয়ে যায় এবং তারা অধিকাংশ বিদেশে বসবাসের জন্য পাড়ি জমান। আবার অনেকে বিভিন্ন সরকারি চাকুরিতে যোগদান করেন। এইভাবেই তাদের দীর্ঘদিনের জমিদারী শেষ হয়ে যায়। জমিদার রামসুন্দর এর পুত্ররা তার মৃত্যুর ২৫ বছর পর তার নামে আবাইপুর গ্রামে "রামসুন্দর ইনস্টিটিউট" উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন।

অবকাঠামো

এখানে প্রায় চারশত বিঘা জমির উপর দ্বিতল বিশিষ্ট্য একটি প্রাসাদ নির্মাণ করা হয়।

বর্তমান অবস্থা

জমিদার বাড়ির প্রাসাদ এখন আর আগের মত নেই। অনেকাংশই প্রায় ধ্বংস হয়ে গেছে। প্রাসাদের এক অংশে স্থানীয় ইউনিয়ন ভূমি অফিস রয়েছে। আরেকাংশে জমিদার বাড়ির উত্তরসূরি বা বংশধররা এখনো বসবাস করতেছেন। তাদের কাছে এখনো জমিদার বাড়ির ব্যবহৃত কিছু আসবাবপত্র গুচ্ছিত রয়েছে। যেগুলো হলো একটি সচল বৃহত গ্রামফোন (কলের গান), পাথরের তৈরি হুক্কা, একটি তরবারি, প্রাচীন আমলের শ্রীমদ্ভাবতম, বাদ্যযন্ত্র এসরাজ, সাল কাঠের তৈরি পুরাতন দুটি মন্দির ও রূপার তৈরি জরির নকশা করা বেনারসি শাড়ির অংশবিশেষসহ বেশ কিছু প্রততাত্ত্বিক নিদর্শন। এগুলো এখন মূলত রামসুন্দরের উত্তরসুরি রাজকুমার শিকদারের তত্ত্বাবধানে রয়েছে।

তথ্যসূত্র

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.