শুক্র (দেবতা)

শুক্র (সংস্কৃত: शुक्र, উচ্চারণ: Śukra) যে শব্দের অর্থ "নির্মল, স্বচ্ছ, উজ্জ্বল, একজন প্রাচীন ঋষিদেবতা যিনি বৈদিক পুরাণ অনুসারে অসুর বা দৈত্যদের গুরু।[1] মধ্যযুগীয় পুরাণ এবং হিন্দু জ্যোতিষ শাস্ত্রে, বিভিন্ন সময় তাকে শক্র গ্রহ হিসেবে উল্লেখ করা হয়েছে, তিনি নবগ্রহের অন্যতম।[2] তার নামানুসারে সপ্তাহের একটি দিন হল শুক্রবার।

শুক্র/দৈত্যগুরু শুক্রাচার্য্য
শুক্রগ্রহ
অন্তর্ভুক্তিগ্রহ , নবগ্রহ, দৈত্য, ও অসুরদের গুরু
গ্রহশুক্র গ্রহ
মন্ত্র
গায়ত্রী মন্ত্র: ওঁ ভৃগুসূতায় বিদ্মহে দিব্যদেহায় ধীমহি তন্নোঃ শুক্র প্রচোদায়াৎ।
প্রনাম মন্ত্র: হিমকুন্দমৃণলাভং দৈত্যানাং পরমং গুরুম্। সর্বশাস্ত্র প্রবক্তারং ভার্গবং প্রণমাম্যহম্।।
Dayশুক্রবার
সন্তানদেবযানী

পরিচিতি

শুক্র হচ্ছেন ভৃগু মুনির পুত্র, যিনি সপ্তর্ষির অন্যতম। তিনি দৈত্য / অসুরদের গুরু, এবং এছাড়াও বিভিন্ন হিন্দু গ্রন্থে তাকে শুক্রাচার্য্য অথবা অসুরাচার্য্য নামে উল্লেখ করা হয়।[3] মহাভারতের বর্ণনা অনুসারে, শুক্র নিজেকে দুইভাগে ভাগ করেছেন, একভাগ দেবতাদের জ্ঞানের উৎস, আরেকভাগ অসুরদের জ্ঞানের উৎস,শুক্র ভীষ্মের রাজনৈতিক জ্ঞানের গুরু।[2][4]

আরো দেখুন

তথ্যসূত্র

  1. Charles Russell Coulter; Patricia Turner (২০১৩)। Encyclopedia of Ancient DeitiesRoutledge। পৃষ্ঠা 108। আইএসবিএন 978-1-135-96390-3।
  2. Roshen Dalal (২০১০)। Hinduism: An Alphabetical Guide। Penguin Books India। পৃষ্ঠা 387–388। আইএসবিএন 978-0-14-341421-6।
  3. Gopal, Madan (১৯৯০)। K.S. Gautam, সম্পাদক। India through the ages। Publication Division, Ministry of Information and Broadcasting, Government of India। পৃষ্ঠা 72।
  4. Subramaniam, Kamala (২০০৭)। "Adi Parva"। The Mahabharata। Bharatiya Vidya Bhavan India। আইএসবিএন 81-7276-405-7।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.