শুইলার গ্র্যান্ট

শুইলার গ্র্যান্ট (ইংরেজি: Schuyler Grant; জন্ম: শুইলার ডিবার্থ র‍্যানসন গ্র্যান্ট, ২৯ এপ্রিল ১৯৭০) হলেন একজন মার্কিন অভিনেত্রী। তিনি জনপ্রিয় টেলিভিশন মিনি ধারাবাহিক অ্যান অব গ্রিন গেবলস-এ পার্শ্ব চরিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত। ১৯৮৮ সালে হাস্যরসাত্মক টিভি চলচ্চিত্র লরা ল্যান্সিং স্লেপ্ট হিয়ার-এ তিনি তার পিতামহীর বোন ক্যাথরিন হেপবার্নের সাথে অভিনয় করেন।

শুইলার গ্র্যান্ট
Schuyler Grant
জন্ম
শুইলার ডিবার্থ র‍্যানসন গ্র্যান্ট

(1970-04-29) ২৯ এপ্রিল ১৯৭০
পেশাঅভিনেত্রী
কার্যকাল১৯৮৫-বর্তমান
দাম্পত্য সঙ্গীজেফ ক্র্যানসো (বি. ১৯৯৫)
সন্তান
আত্মীয়দেখুন হৌটন পরিবার

প্রারম্ভিক জীবন

গ্র্যান্ট ১৯৭০ সালের ২৯শে এপ্রিল জন্মগ্রহণ করেন। তার পিতা জ্যাক গ্র্যান্ট ও মাতা অ্যান গ্র্যান্ট। তার এক ভাই রয়েছে, যার নাম জেসন গ্র্যান্ট। অভিনেত্রী ক্যাথরিন হৌটন তার ফুফু এবং চারবার একাডেমি পুরস্কার বিজয়ী অভিনেত্রী ক্যাথরিন হেপবার্ন তার পিতামহীর বোন।[1]

চলচ্চিত্রের তালিকা

বছর শিরোনাম মূল শিরোনাম চরিত্র টীকা
১৯৮৫ অ্যান অব গ্রিন গেবলস Anne of Green Gables ডায়ানা বেরি টেলিভিশন মিনি ধারাবাহিক
১৯৮৭ অ্যান অব অ্যাভোনলিয়া Anne of Avonlea ডায়ানা বেরি টিভি মিনি ধারাবাহিক
১৯৮৮ লরা ল্যান্সিং স্লেপ্ট হিয়ার Laura Lansing Slept Here অ্যানেট গোম্ফার্স টিভি চলচ্চিত্র
১৯৯১ ল অ্যান্ড অর্ডার Law & Order ক্যালি পর্ব: "আরিয়া"
১৯৯৮ রেসলিং উইথ অ্যালিগেটর্স Wrestling with Alligators ডেলোরেস
১৯৯৮ অল মাই চিলড্রেন All My Children ক্যামিল হকিন্স / জয় হকিন্স ৩ পর্ব
২০০০ অ্যান অব গ্রিন গেবলস: দ্য কাউন্টিং স্টোরি Anne of Green Gables: The Continuing Story ডায়ানা বেরি রাইট টিভি চলচ্চিত্র

আরও দেখুন

তথ্যসূত্র

  1. খো, ইসাবেল (২৭ জুন ২০১৬)। "Find Out Where 'Anne Of Green Gables' Cast Is Now"হাফিংটন পোস্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ মে ২০১৯

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.