শিশির অধিকারী
শিশির অধিকারী হলেন মনমোহন সিংহ সরকারের গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী। তিনি কাঁথি কেন্দ্র থেকে পঞ্চদশ লোকসভায় নির্বাচিত হয়েছেন।[1]
শিশির অধিকারী | |
---|---|
সংসদীয় এলাকা | কাঁথি |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ১৯ সেপ্টেম্বর ১৯৪১ |
জাতীয়তা | ভারতীয় |
রাজনৈতিক দল | তৃণমূল কংগ্রেস |
দাম্পত্য সঙ্গী | গায়ত্রী অধিকারী |
বাসস্থান | কাঁথি, পূর্ব মেদিনীপুর, পশ্চিমবঙ্গ |
ধর্ম | হিন্দু |
ওয়েবসাইট | india.gov.in |
শিশির অধিকারীর জন্ম এক স্বাধীনতা সংগ্রামী পরিবারে। ১৯২৯ ও ১৯৪৩ সালে ব্রিটিশেরা দুই বার তাদের বসতবাটী ভষ্মীভূত করে দিয়েছিল। ৭১ বছর বয়সী শিশির অধিকারী তৃণমূল কংগ্রেসের এক উল্লেখযোগ্য গ্রামনেতা। তিনি ও তার পুত্র তমলুকের সাংসদ শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনে মুখ্য ভূমিকা নিয়েছিলেন। শিশির অধিকারী পূর্বে ২৫ বছর কাঁথি পুরসভার পুরপ্রধানের দায়িত্বও পালন করেছিলেন।[2][3]
তথ্যসূত্র
- "Team Manmohun"। NDTV। সংগ্রহের তারিখ ২০০৯-০৬-২০।
- "Thumbnail sketches of ministers of state"। new Kerala.com। সংগ্রহের তারিখ ২০০৯-০৬-২০।
- "Sisir Adhikari -Profile"। westbengalelectionresult.com। ৩০ ডিসেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.