শিবপুর ইউনিয়ন, সাতক্ষীরা সদর

শিবপুর ইউনিয়ন খুলনা বিভাগের অন্তর্গত সাতক্ষীরা জেলার সাতক্ষীরা সদরের একটি ইউনিয়ন।

শিবপুর ইউনিয়ন
ইউনিয়ন
০৫নং শিবপুর ইউনিয়ন পরিষদ
শিবপুর ইউনিয়ন
বাংলাদেশে শিবপুর ইউনিয়ন, সাতক্ষীরা সদরের অবস্থান
স্থানাঙ্ক: ২২°২৫′৪৮″ উত্তর ৮৯°২′৫৮″ পূর্ব
দেশ বাংলাদেশ
বিভাগখুলনা বিভাগ
জেলাসাতক্ষীরা জেলা
উপজেলাসাতক্ষীরা সদর উপজেলা
প্রতিষ্ঠা১৯৫৯
সরকার
  ইউপি চেয়ারম্যানমোঃ শফিকুল ইসলাম
আয়তন
  মোট২৪.৬০ কিমি (৯.৫০ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
  মোট১৮,৫৬৩
  জনঘনত্ব৭৫০/কিমি (২০০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৪৩%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

আয়তন

শিবপুর ইউনিয়নের আয়তন ৬১১৩ একর।[1]

জনসংখ্যা

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী বৈকারী ইউনিয়নের লোকসংখ্যা ১৮,৫৬৩ জন। এর মধ্যে পুরুষ ৯,৪৯৭ জন এবং মহিলা ৯,০৬৬ জন।[2]

অবস্থান ও আয়তন

শিবপুর ইউনিয়নের পশ্চিমে ঘোনা ইউনিয়ন,পূর্বে আগরদাঁড়ী ইউনিয়ন, দক্ষিণে আলীপুর এবং উত্তরে আগরদাঁড়ী ইউনিয়ন অবস্থিত।[3]

প্রশাসনিক কাঠামো

শিবপুর ইউনিয়ন সাতক্ষীরা সদর উপজেলার আওতাধীন ৩নং ইউনিয়ন পরিষদ। ইউনিয়নে ১১টি মৌজা, ২৫টি গ্রাম, ১টি স্বাস্থ্য কেন্দ্র, ২টি কমিউনিটি ক্লিনিক, ২টি ডাকঘর এবং ৪টি হাট-বাজার রয়েছে।[2]

শিক্ষা ব্যবস্থা

বৈকারী ইউনিয়নের সাক্ষরতার হার ৪৩%। এ ইউনিয়নে ২টি মাধ্যমিক বিদ্যালয়, ৪টি মাদ্রাসা ও ৪টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[2]

তথ্যসূত্র

  1. "সাতক্ষীরা সদর উপজেলা - বাংলাপিডিয়া"। সংগ্রহের তারিখ ২০১৮-০৩-১২
  2. "একনজরে শিবপুর ইউনিয়ন"। সংগ্রহের তারিখ ২০১৮-০৩-১২
  3. "ইউনিয়নের ইতিহাস"। সংগ্রহের তারিখ ২০১৮-০৩-১২

বহিঃসংযোগ

শিবপুর ইউনিয়নের তথ্য বাতায়ন

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.