ওঁ নমঃ শিবায়
ওঁ নমঃ শিবায় (IAST: Om Namaḥ Śivāya) হল অন্যতম জনপ্রিয় একটি হিন্দু মন্ত্র এবং শৈব সম্প্রদায়ের তাৎপর্যবাহী মন্ত্র। নমঃ শিবায়-এর অর্থ হল "ভগবান শিবকে নমস্কার" বা "সেই মঙ্গলময়কে প্রণাম!"। একে শিব পঞ্চাক্ষর মন্ত্র বা পঞ্চাক্ষর মন্ত্রও বলা হয়, যার মানে "পাঁচ-অক্ষরযুক্ত" মন্ত্র (ওঁ ব্যতীত)। এটি ভগবান শিবের প্রতি সমর্পিত। এই মন্ত্র শ্রী রুদ্রম্ চমকম্ ও রুদ্রাষ্টাধ্যায়ীতে "ন", "মঃ", "শি", "বা" এবং "য়" রূপে প্রকাশিত। শ্রী রুদ্রম্ চমকম্, কৃষ্ণ যজুর্বেদের[1] অংশ এবং রুদ্রাষ্টাধ্যায়ী, শুক্ল যজুর্বেদ-এর অংশ।




মন্ত্রের উৎপত্তি
এই মন্ত্রটি কৃষ্ণ যজুর্বেদের অংশ শ্রী রুদ্রম্ চমকম্-এ পাওয়া যায়।[2][3] শ্রী রুদ্রম্ চমকম্ কৃষ্ণ যজুর্বেদের তৈত্তিরীয় সংহিতার চতুর্থ গ্রন্থের দুটি অধ্যায় (টি.এস.৪.৫, ৪.৭) মিলিয়ে লেখা। প্রত্যেক গ্রন্থে এগারোটি স্তোত্র এই অংশ।[4] দুটি অধ্যায়ের নাম নমকম্ (অধ্যায় পাঁচ) ও চমকম্ (অধ্যায় সাত)।[5]
এটি শুক্ল যজুর্বেদ-এর অংশ রুদ্রাষ্টাধ্যায়ীতেও পাওয়া যায়।[6][7][8].
বিভিন্ন ভাষায় মন্ত্রটি
ভাষা | |
---|---|
কন্নড় | ಓಂ ನಮಃ ಶಿವಾಯ |
মালয়ালম | ഓം നമഃ ശിവായ |
তামিল | ஓம் நம சிவாய |
তেলুগু | ఓం నమః శివాయ |
বাংলা | ওঁ নমঃ শিবায় |
গুজরাটি | ૐ નમઃ શિવાય |
পঞ্জাবী | ਓਮ ਨਮਃ ਸ਼ਿਵਾਯ [9] |
ওড়িয়া | ଓଁ ନମଃ ଶିଵାୟ[10] |
রাশিয়ান | Ом Намах Шивайа |
বিভিন্ন পরম্পরায় মন্ত্রটির অর্থ
সিদ্ধ শৈব ও শৈবসিদ্ধান্ত পরম্পরা যা শৈব সম্প্রদায়ের অংশ, তাতে নমঃ শিবায়কে ভগবান শিবের পঞ্চতত্ত্ববোধ এবং পঞ্চতত্ত্বের সার্বভৌতিক একতাকে প্রকাশ করে বলে মানা হয়:
- "ন" ধ্বনি পৃথিবীর প্রতিনিধিত্ব করে
- "মঃ" ধ্বনি জলের প্রতিনিধিত্ব করে
- "শি" ধ্বনি অগ্নির প্রতিনিধিত্ব করে
- "বা" ধ্বনি বায়ুর প্রতিনিধিত্ব করে
- "য়" ধ্বনি আকাশের প্রতিনিধিত্ব করে
এর কুলার্থ হল "সার্বভৌমিক চেতনা একই"।
শৈবসিদ্ধান্ত পরম্পরায় এই পাঁচ অক্ষর নিম্নলিখিতভাবে প্রতিনিধিত্ব করে:
- "ন" ধ্বনি ঈশ্বরের গুপ্ত রাখার শক্তি (নিরোধন শক্তি)র প্রতিনিধিত্ব করে
- "মঃ" ধ্বনি মহাবিশ্বের প্রতিনিধিত্ব করে
- "শি" ধ্বনি শিবের প্রতিনিধিত্ব করে
- "বা" ধ্বনি ঈশ্বরের প্রকাশমান শক্তি (অনুগ্রহ শক্তি)র প্রতিনিধিত্ব করে
- "য়" ধ্বনি আত্মার প্রতিনিধিত্ব করে[11]
তথ্যসূত্র
- Satguru Bodhinatha, Veylanswami (২০১৭)। What Is the Namaḥ Śivāya Mantra? from the "Path to Siva" Book। USA: Himalayan Academy। পৃষ্ঠা chapter 16। আইএসবিএন 9781934145722।
- "Śrī Rudram" (PDF)। sec. Introduction।
- "Introduction to "Rudram""। sec. What is Rudram ?।
- "Sri Rudram"। sec. Introduction।
- "Sri Rudram"।
- "RUDRASTADHYAYI"। www.archive.org।
- "Introduction to rudrashtadhyayi"। www.shreemaa.org।
- "RUDRASTADHYAYI"। ১৯ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- "Translation"।
- "odia translation"। ২৯ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- Veylanswami, Bodhinatha (২০১৬)। "What Is the Namaḥ Śivāya Mantra?"। Path to Siva। Himalayan academy। পৃষ্ঠা 16। আইএসবিএন 9781934145739।