শামসুদ্দীন আবুল কালাম
শামসুদ্দীন আবুল কালাম (ইংরেজি: Shamsuddin Abul Kalam, (১৯২৬ - ১০ জানুয়ারি, ১৯৯৭) বাংলা সাহিত্যের বাংলাদেশের কথাসাহিত্যিক ও উপন্যাসিক। তিনি ১৯২৬ সালের আগষ্ট মাসে বরিশাল জেলার নলছিটি উপজেলার কামদেবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি পদার্থবিদ অধ্যাপক এ. এম. হারুন-অর-রশিদ-এর মামা।[1]
শামসুদ্দীন আবুল কালাম Shamsuddin Abul Kalam | |
---|---|
জন্ম | ১৯২৬ |
মৃত্যু | ১৯৯৭ |
জীবন ও কর্ম
আবুল কালাম বরিশাল জেলা স্কুল থেকে ১৯৪১ সালে ম্যাট্রিক, ১৯৪৩ সালে ব্রজমোহন কলেজ থেকে আই.এ এবং ১৯৪৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বি.এ পাস করেন। এরপর তিনি এমএ শ্রেণিতে ভর্তি হন, কিন্তু পাঠ শেষ না করেই বিশ্ববিদ্যালয় ত্যাগ করেন। ১৯৫৯ সালে শামসুদ্দিন আবুল কালাম আলোকচিত্র, সেট ডিজাইন, সংগীত ও চলচ্চিত্র সম্পাদনা বিষয়ে উচ্চতর ডিগ্রী গ্রহণের উদ্দেশ্যে ইতালির রাজধানী রোম গমন করেন এবং সেখানকার সরকারি প্রতিষ্ঠান সিনেসিত্তায় যোগ দেন। ষাটের দশকে তিনি রোম বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অব লিটারেচার ডিগ্রী অর্জন করেন।
রচনাবলী
তার রচনায় বাংলার মানুষের গ্রামীণ জীবন বিস্তারিতভাবে দেখা যায়। আবেগ এবং প্রেমের আধিক্য তার লেখায় যথেষ্ট বিরাজমান।
উপন্যাসসমূহ
- আলমনগরের উপকথা (১৯৫৪)
- কাশবনের কন্যা (The Girl in the Reeds, ১৯৫৪)
- দুই মহল (Two Mansions, ১৯৫৫)
- কাঞ্চনমালা (The gold necklace, ১৯৫৬)
- জীবনকাব্য (The Parts of Life, ১৯৫৬)
- জায়জংগল (The Wilderness, ১৯৭৮)
- সমুদ্রবাসর (Coastal House, ১৯৮৬)
- নবান্ন (The Nobanno Ceremony, ১৯৮৭)
- যার সাথে যার (Who Suits Whom, ১৯৮৬)
- মনের মতো ঠাই (A Suitable Place, ১৯৮৫)
- কাঞ্চনগ্রাম (The golden village, ১৯৯৭)
- কাঞ্চনমালা (১৯৬১)
গল্পসংগ্রহ
- অনেক দিনের আশা (Hopes of many days, ১৯৫২)
- ঢেউ (Waves, ১৯৫৩)
- পথ জানা নেই (Don't know the way, ১৯৫৩)
- দুই হৃদয়ের তীর (১৯৫৫)
- শাহের বানু (১৯৫৭)
তথ্যসূত্র
- Golpo Songroho (Collected Stories), the national text book of B.A. (pass and subsidiary) course of Bangladesh, published by University of Dhaka in 1979 (reprint in 1986).
- Bangla Sahitya (Bengali Literature), the national text book of intermediate (college) level of Bangladesh published in 1996 by all educational boards.