শানেরহাট ইউনিয়ন

শানেরহাট বাংলাদেশের রংপুর বিভাগের রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন। ইউনিয়নটির পুরো নাম ১০ নং শানেরহাট ইউনিয়ন।

১০নং শানেরহাট
ইউনিয়ন
১০নং শানেরহাট
বাংলাদেশে শানেরহাট ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৫°২৯′৯″ উত্তর ৮৯°১৮′৫২″ পূর্ব
দেশ বাংলাদেশ
বিভাগরংপুর বিভাগ
জেলারংপুর জেলা
উপজেলাপীরগঞ্জ উপজেলা
আয়তন
  মোট১৪.৭০ কিমি (৫.৬৮ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
  মোট২৭,০২৮[1]
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৫৪৭০
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

অবস্থান

রংপুর জেলা হতে ৩৫ কি.মি. দক্ষিণ দিকে অবস্থিত। পীরগঞ্জ উপজেলা হতে ১১ কি.মি. উত্তর-পূর্ব দিকে অবস্থিত। ১০নং শানেরহাট ইউনিয়নের উত্তরে মিঠাপুকুর উপজেলা, দক্ষিণে ১২নং মিঠিপুর ইউনিয়ন, ৯নং পীরগঞ্জ ইউনিয়ন, পূর্বে ১১নং পাঁচগাছী ইউনিয়ন, পশ্চিম দিকে ৩নং বড়দরগাহ্ ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক এলাকা

শানেরহাট ইউনিয়নের অধীনে মোট ১৭টি মৌজা ও ১৭টি গ্রাম আছে[1][2]। শানেরহাট ইউনিয়নের গ্রামসমূহ—

  1. রায়তী সাদুল্লাপুর
  2. পার্বতীপুর
  3. দামোদরপুর
  4. খোলাহাটী
  5. দিগদারী
  6. ঘোষপুর
  7. মেষ্টা
  8. হরিরাম সাহাপুর
  9. রাউৎপাড়া
  10. পালানু সাহাপুর
  11. পবন পাড়া
  12. ধল্লাকান্দি
  13. কাজির পাড়া
  14. ছোট পাহাড়পুর
  15. প্রথম ডাঙ্গা
  16. খামার সাদুল্লাপুর
  17. বড় পাহাড়পুর

জনসংখ্যার উপাত্ত

শানেরহাট ইউনিয়নের মোট জনসংখ্যা ২৭০২৮ জন (প্রায়) (২০১১ সালের আদমশুমারি অনুযায়ী)[1]

শিক্ষা

২০০১ সালের শিক্ষা জরিপ অনুযায়ী শানেরহাট ইউনিয়নের শিক্ষার হার ৩৭.০৭%[1]। ইউনিয়নটির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা নিম্নরূপ—

  • সরকারি প্রাথমিক বিদ্যালয়: ০৭টি
  • বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়: ০৫টি
  • মাধ্যমিক বালিকা বিদ্যালয়: ১টি
  • উচ্চ মাধ্যমিক বিদ্যালয়: ০২টি
  • মাদ্রাসা: ১টি

বাজার

ইউনিয়নটিতে দুটি বাজার আছে[3]।যথা—

  • কাউয়াপুকুর বাজার, কাউয়াপুকুর, শানেরহাট, পীরগঞ্জ, রংপুর
  • শানেরহাট বাজার, শানেরহাট, পীরগঞ্জ,রংপুর

ইউনিয়ন পরিষদ

১০নং শানেরহাট ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ মেছবাহুর রহমান এবং ইউনিয়ন পরিষদের সদস্য-সংখ্যা ১২ জন[4]

পূর্বতন চেয়ারম্যানবৃন্দ

শানেরহাট ইউনিয়নের পূর্বতন চেয়ারম্যানবৃন্দের তালিকা নিম্নরূপ[5]

ক্রমিক নম্বরনামকর্মকাল
০১জনাব মোঃ মহির উদ্দিন১২/০২/১৯৭৩–২২/০৯/১৯৭৭
০২জনাব মোঃ মকবুলার রহমান চৌধুরী২২/০৯/১৯৭৭–২৩/০৩/১৯৮৪
০৩জনাব মোঃ আজিজুল ইসলাম২৩/০৩/১৯৮৪–১০/০৭/১৯৮৮
০৪জনাব মোঃ আজিজুল ইসলাম১০/০৭/১৯৮৮–১০/১২/১৯৯২
০৫জনাব মোঃ নুরুল ইসলাম১০/১২/১৯৯২–২২/০২/১৯৯৮

তথ্যসূত্র

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.