শাকুর মজিদ

শাকুর মজিদ (জন্ম ২২ নভেম্বর, ১৯৬৫) হলেন একজন বাংলাদেশী স্থপতি, নাট্যকার, তথ্যচিত্র নির্মাতা ও চিত্রগ্রাহক। ভ্রমণকাহিনী ও জীবনী সাহিত্যে অবদানের জন্য তিনি ২০১৮ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন।

শাকুর মজিদ
শাকুর মজিদ
জন্ম (1965-11-22) ২২ নভেম্বর ১৯৬৫
সিলেট জেলা, পূর্ব পাকিস্তান (বর্তমান বাংলাদেশ)
ছদ্মনামশান্তনু আশকার[1]
পেশাস্থপতি, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা, চিত্রগ্রাহক
ভাষাবাংলা
জাতীয়তা
বাংলাদেশী
শিক্ষাবিএসসি (স্থাপত্য)
শিক্ষা প্রতিষ্ঠানবাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)
ধরনভ্রমণ, জীবনী
উল্লেখযোগ্য পুরস্কারবাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (২০১৮)
সক্রিয় বছর১৯৮৫-বর্তমান
দাম্পত্যসঙ্গীহোসনে আরা জলি (বি. ১৯৯৩)
সন্তানইশমাম ইনতিজার মজিদ, ইবন ইবতেশাম মজিদ
ওয়েবসাইট
www.shakoormajid.com

প্রারম্ভিক জীবন

শাকুর মজিদ ১৯৬৫ সালের ২২ই নভেম্বর তৎকালীন সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার মাথিউরা গ্রামে জন্মগ্রহণ করেন।[2] তার পিতা আবদুল মজিদ ও মাতা ফরিদা খাতুন।[1] পাঁচ ভাইবোনের মধ্যে তিনি সকলের বড়। তার ২০ বছর বয়সে তার পিতা মারা যান।

শাকুর মাথিউরা প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা অর্জন করেন। পরে তিনি ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে ১৯৮২ সালে মাধ্যমিক ও ১৯৮৪ সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন। ১৯৯৩ সালে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে স্থাপত্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবনে তিনি কয়েকটি সংবাদপত্রে সাংবাদিক হিসেবে কাজ করেছেন।[1]

কর্মজীবন

মাত্র ২০ বছর বয়সে সিলেট বেতারে যে যাহা করোরে বান্দা আপনার লাগিয়া নাটক দিয়ে নাট্যকার হিসেবে আত্মপ্রকাশ করেন। লন্ডনী কইন্যা টেলিভিশন নাটক দিয়ে তিনি প্রশংসিত ও আলোচিত হয়েছেন। এই নাটকের সাফল্যের পর তিনি টেলিভিশন নাটকে মনোযোগ দেন। এর কারণ হিসেবে তিনি বলেন, "টেলিভিশনের দর্শক সংখ্যা।" টেলিভিশন নাটকের পাশাপাশি তিনি মঞ্চনাটকও লিখেছেন। ১৯৯২ সালে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগ ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি নির্বাচিত হন।[3]

১৯৯৩ সালে তিনি আরও দুজন স্থপতিকে নিয়ে ট্রায়াঙ্গেল কনসাল্ট্যান্ট নামে একটি ফার্ম প্রতিষ্ঠা করেন। ফার্মটি এখনো বিদ্যমান রয়েছে। এছাড়া তিনি ট্রাই-স্পেস লিমিটেড, ব্রিটানিয়া প্রপার্টিজ লিমিটেড, ভিউ ফাইন্ডারের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০০৪ সাল থেকে আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

ব্যক্তিগত জীবন

শাকুর মজিদ ডঃ হোসনে আরা জলির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ১৯৯৩ সালে। তাদের দুই পুত্র, ইশমাম ইনতিসার মজিদ ও ইবন ইবতেশাম মজিদ। তারা ঢাকায় বসবাস করেন।

পুরস্কার ও সম্মাননা

  • ১৯৯০: ইউনিসেফ আয়োজিত মেয়ে শিশু বিষয়ক আলোকচিত্র প্রতিযোগিতায় ও খেলাঘর আয়োজিত বাংলাদেশের শিশু বিষয়ক আলোকচিত্র পুরস্কার।[1]
  • ১৯৯১: বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির আলোকচিত্র পুরস্কার ও নিউইয়র্কের লেন্সভিউ ফটোগ্রাফিক সোসাইটির পুরস্কার।[1]
  • ২০০৬: "পৃথিবীর পথে পথে"-এর জন্য কলকাতার রেনেসাঁ বাংলা পদক।[1]
  • ২০১৬: ‘ফেরাউনের গ্রাম’ শীর্ষক ভ্রমণকাহিনীর জন্য আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার[4][5]ক[])
  • ২০১৭: ভ্রমন সাহিত্যে সমরেশ বসু সাহিত্য স্মৃতি পদক ২০১৬
  • ২০১৭: সিলেট শিল্পকলা একাডেমি পদক (চলচ্চিত্র) ২০১৬
  • ২০১৭: ফেরাউনের গ্রাম বইয়ের জন্য "আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার ২০১৬"।[6]
  • ২০১৮: ভ্রমণকাহিনী ও জীবনী সাহিত্যের জন্য "বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৭"।[7]

পাদটীকা

^ ক: ফেরাউনের গ্রাম বইয়ের জন্য "আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার ২০১৬ প্রদানের সিদ্ধান্ত ঘোষণা করা হয় ২০১৭ সালের অক্টোবরে এবং এ পুরস্কার প্রদান করা হয় ২০১৮ সালের সেপ্টেম্বরে। গ্রন্থটির প্রথম সংস্করণ ২০১৬ সালে অন্যপ্রকাশ কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত হয়েছিল। ISBN 978 984 502 284 2

তথ্যসূত্র

  1. "শাকুর মজিদ"দ্য রিপোর্ট। ২২ নভেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০১৮
  2. "শাকুর মজিদ"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০১৮
  3. "শাকুর মজিদ: নাট্যকার, ভ্রমণ কাহিনী লেখক ও তথ্যচিত্র নির্মাতা"বিবিসি বাংলা। ২৮ অক্টোবর ২০১৬। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০১৮
  4. শাকুর মজিদ ও খসরু চৌধুরীকে আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার
  5. আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার পাচ্ছেন খসরু চৌধুরী ও শাকুর মজিদ
  6. "Khasru Chy, Shakoor Majid selected as best writers"দি ইন্ডিপেন্ডেন্ট। ৩০ অক্টোবর ২০১৬। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০১৮
  7. "'বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৭' ঘোষণা"দৈনিক যুগান্তর। ২৭ জানুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.