পৌরপিণ্ড

পৌরপিণ্ড (ইংরেজি: Urban agglomeration আর্বান অ্যাগ্লোমারেশন) বলতে একাধিক শহর নিয়ে গড়ে ওঠা একটি বৃহৎ পৌর এলাকাকে বোঝায়। সাধারণত এই বৃহত্তর পৌর এলাকায় একটিমাত্র কেন্দ্রীয় বা প্রধান শহর থাকে। এই প্রধান শহরটি অবশ্যই হবে পৌরসভা বা পৌরসংস্থা পরিচালিত। বাকি শহরগুলি প্রধান শহরের উপকন্ঠে গড়ে ওঠে।

কলকাতা [1] বিশ্বের বৃহত্তম পৌরপিণ্ডগুলির একটি, এর জনসংখ্যা ১ কোটি ৬২ লক্ষ(২০১৭)[2]
টোকিও পৃথিবীর বৃহত্তম পৌরপিণ্ড, এখানে ৩ কোটি ৮৪ লক্ষ লোকের বাস
মার্কিন যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর সীমানার দুই পার্শ্বে গড়ে ওঠা সান ডিয়েগো-তিহুয়ানা পৌরপিণ্ড

আবার অনেক সময় দুটি বৃহৎ শহর ও তার পাশের পৌর এলাকা (এই পার্শ্ববর্তী পৌর এলাকাগুলি পৌরসভা না হলেও হবে) নিয়ে একটি বৃহৎ পৌরপিণ্ড গড়ে ওঠে।

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.