ল্যারি পার্কস

স্যামুয়েল ক্লাউসম্যান লরেন্স পার্কস (ইংরেজি: Samuel Klausman Lawrence Parks; ১৩ ডিসেম্বর ১৯১৪ - ১৩ এপ্রিল ১৯৭৫)[1] ছিলেন একজন মার্কিন মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা। তিনি পার্শ্ব অভিনেতা থেকে শুরু করে মুখ্য অভিনেতা চরিত্রেও অভিনয় করেছেন। তিনি কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন তা স্বীকার করে নিলে সকল হলিউড স্টুডিও তাকে কালোতালিকায় অন্তর্ভুক্ত করে।[2][3] তিনি দ্য জলসন স্টোরি (১৯৪৬) ও জলসন সিংস অ্যাগেইন (১৯৪৯) চলচ্চিত্রে অ্যাল জলসন চরিত্রে কাজের জন্য সর্বাধিক পরিচিত, এবং প্রথমোক্ত চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।

ল্যারি পার্কস
Larry Parks
১৯৪৭ সালে পার্কস
জন্ম
স্যামুয়েল ক্লাউসম্যান লরেন্স পার্কস

(১৯১৪-১২-১৩)১৩ ডিসেম্বর ১৯১৪
মৃত্যু১৩ এপ্রিল ১৯৭৫(1975-04-13) (বয়স ৬০)
স্টুডিও সিটি, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
যেখানের শিক্ষার্থীইলিনয় বিশ্ববিদ্যালয়
পেশাঅভিনেতা
কার্যকাল১৯৪১-১৯৬২
দাম্পত্য সঙ্গীবেটি গ্যারেট
(বি. ১৯৪৪; মৃ. ১৯৭৫)
সন্তান

প্রারম্ভিক জীবন

পার্কস ১৯১৪ সালের ১৩ই ডিসেম্বর কানসাসের ওলাথে জন্মগ্রহণ করেন। তার পিতা ফ্র্যাঙ্ক এইচ. পার্কস এবং মাতা নেলি ক্লাউসম্যান। তার[4] পরিবার ইহুদি ধর্মাবলম্বী ছিল। পার্কস ইলিনয় অঙ্গরাজ্যের জোলিয়েটে বেড়ে ওঠেন এবং ১৯৩২ সালে জোলিয়েট টাউনশিপ হাই স্কুল থেকে পাস করেন।

তিনি প্রি-মেড শিক্ষার্থী হিসেবে ইলিনয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন[5] এবং কয়েক বছর স্টক কোম্পানিতে অভিনয় করেন।[6] তিনি জন গারফিল্ডের সুপারিশে হলিউডে যান ওয়ার্নার ব্রসের মামা র‍্যাভিওলি ছবিতে ছোট একটি চরিত্রে অভিনয়ের জন্য। এই ছবিটি বাতিল হলেও তিনি ১৯৪১ সালে কলাম্বিয়া পিকচার্সের সাথে একটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন।[7]

তথ্যসূত্র

  1. "Larry Parks, Actor, Is Dead; Won Acclaim for 'Jolson Story'"দ্য নিউ ইয়র্ক টাইমস (ইংরেজি ভাষায়)। ১৫ এপ্রিল ১৯৭৫। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০১৯
  2. Blackface to Blacklist: Al Jolson, Larry Parks, and "the Jolson Story"। স্কেয়ারক্রো। ১ ডিসেম্বর ১৯৮৭। পৃষ্ঠা ২৮৩। আইএসবিএন 978-0810819658।
  3. "Actor Larry Parks' career endangered after revealing he was once a communist - archive, 1951"দ্য গার্ডিয়ান (ইংরেজি ভাষায়)। ২২ মার্চ ২০১৭। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০১৯
  4. কোন্স, জন (২০১৫)। Motion Picture Biographies: The Hollywood Spin on Historical Figures (ইংরেজি ভাষায়)। অ্যালগোরা পাবলিশিং। আইএসবিএন 9781628941166। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০১৯
  5. "University of Illinois Alumni"University of Illinois Alumni (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০১৯
  6. "Right At His Peak"Voice (Hobart, Tas. : 1931 - 1953)। ১৫ মে ১৯৪৮। পৃষ্ঠা 4। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০১৯
  7. "LARRY PARKS RISE TO FAME"Advocate (Burnie, Tas. : 1890 - 1954)। ১৭ মার্চ ১৯৫০। পৃষ্ঠা 18। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০১৯

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.