লেসলি ভ্যালিয়ান্ট
লেইসলী গ্যাব্রিয়েল ভ্যালিয়েন্ট (জন্ম: ২৮ মার্চ, ১৯৪৯) একজন খ্যাতিমান কম্পিউটার বিজ্ঞানী ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তিনি তাত্ত্বিক কম্পিউটার বিজ্ঞানের উপরে কাজ করে থাকেন। কাজের স্বীকৃতি স্বরূপ তিনি বিভিন্ন পুরস্কারের পাশাপাশি ২০১০ সালের এসিএম প্রদত্ত টুরিং পুরস্কার পান।
লেইসলী গ্যাব্রিয়েল ভ্যালিয়েন্ট | |
---|---|
![]() Leslie Valiant in 2005 (photo from MFO) | |
জন্ম | ২৮ মার্চ ১৯৪৯ |
জাতীয়তা | যুক্তরাজ্য |
কর্মক্ষেত্র | গণিত কম্পিউটার বিজ্ঞান |
প্রতিষ্ঠান | হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কার্নেগী মেলন ইউনিভার্সিটি |
প্রাক্তন ছাত্র | কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ইম্পেরিয়াল কলেজ লন্ডন University of Warwick |
পিএইচডি উপদেষ্টা | Mike Paterson |
পিএইচডি ছাত্ররা | Mark Jerrum Michael Kearns Dan Roth Rocco Servedio |
পরিচিতির কারণ | Valiant–Vazirani theorem |
উল্লেখযোগ্য পুরস্কার | টুরিং পুরস্কার (২০১০) EATCS Award (2008) Knuth Prize (1997) Nevanlinna Prize (1986) |
জীবনী
তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের কিংস কলেজ, ইম্পেরিয়াল কলেজ লন্ডনে পড়াশোনা করেন। তিনি ১৯৭৪ সালে ওয়ারউইক বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৮২ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এ শিক্ষকতা শুরু করেন। হার্ভার্ডে যোগদানের পূর্বে তিনি কার্নেগী মেলন ইউনিভার্সিটি, লীডস বিশ্ববিদ্যালয় ও এডিনবরা বিশ্ববিদ্যালয় এ শিক্ষকতা করেন।
কর্মজীবন
গবেষনা
পুরস্কার ও সম্মাননা
- ২০১০ সালের এসিএম প্রদত্ত টুরিং পুরস্কার বিজয়ী
তথ্যসূত্র
বহি:সংযোগ
- গণিত উদ্ভববিজ্ঞান প্রকল্পে লেসলি ভ্যালিয়ান্ট
- DBLP:Leslie G. Valiant publications in DBLP
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.