লেওঁ
লেওঁ (ফরাসি: Léon the Professional) ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত ফরাসি চলচ্চিত্র। ল্যুক বেসোঁ রচিত এবং পরিচালিত এই ছবিটি ফরাসি হলেও এর ভাষা ইংরেজি। এর ধরন হচ্ছে অ্যাকশন নাট্য।
লেওঁ: দ্য প্রফেশনাল | |
---|---|
![]() চলচ্চিত্রের পোস্টার | |
পরিচালক | ল্যুক বেসোঁ |
প্রযোজক | প্যাট্রিস লদু |
রচয়িতা | ল্যুক বেসোঁ |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | এরিক সেহা |
চিত্রগ্রাহক | থিয়েরি আর্বোগাস্ট |
সম্পাদক | সিলভি ল্যান্ড্রা |
প্রযোজনা কোম্পানি |
|
পরিবেশক |
|
মুক্তি |
|
দৈর্ঘ্য | ১১০ মিনিট |
দেশ | ![]() |
ভাষা | ইংরেজি |
নির্মাণব্যয় | $ ১ কোটি ৬০ লক্ষ[1] |
আয় | $ ৪,৫২,৮৪,৯৭৪[1][2] |
চরিত্রসমূহ
- লেওঁ - জঁ রেনো
- নরমান "স্ট্যান" স্ট্যান্সফিল্ড - গ্যারি ওল্ডম্যান
- ম্যাটিল্ডা - ন্যাটালি পোর্টম্যান
দর্শক-সমালোচক প্রতিক্রিয়া
সমালোচকদের কাছ থেকে মূলত ইতিবাচক রিভিউ পেয়েছে। ২০০৮ সালের ৯ই জুন আইএমডিবি তাদের সর্বকালের সেরা ২৫০ চলচ্চিত্রের তালিকায় এটিকে ৩৭তম স্থান দিয়েছে।
এর রটেন টম্যাটোস রেটিং ৭৩%। আর মেটাক্রিটিক-এ শতকরা ৬৪জন সমালোচকই ইতিবাচক রিভিউ করেছেন।
বহিঃসংযোগ
- "Léon"। the-numbers.com। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০১০।
- "The Professional"। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০১০।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.