ড্যানি আয়েলো

ড্যানিয়েল লুইস "ড্যানি" আয়েলো, জুনিয়র (ইংরেজি: Daniel Louis "Danny" Aiello, Jr.) (২০ জুন ১৯৩৩ – ১২ ডিসেম্বর ২০১৯)[1] একজন মার্কিন অভিনেতা ছিলেন। তিনি অভিনয় করেছেন ওয়ানস আপন আ টাইম ইন আমেরিকা, রুবি, দ্য গডফাদা: পার্ট টু, হাডসন হক এর মতো চলচ্চিত্রে। ১৯৮৯ নালে স্পাইক লিয়ের চলচ্চিত্র ডু দ্য রাইট থিং-এ অভিনয় করে তিনি সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেছিলেন।

ড্যানি আয়েলো
পেশাঅভিনয়
কার্যকাল১৯৭৩–২০১৯
দাম্পত্য সঙ্গীস্যান্ডি কোহেন
ওয়েবসাইটDannyAiello.Com

প্রাথমিক জীবন

আয়েলো ছিলেন তার মা-বাবার ছয় সন্তানের মধ্যে সবচেয়ে ছোট। তার জন্ম হয় নিউ ইয়র্কের ম্যানহাটনে[2] তার মা-বাবা জাতিতে ছিলেন ইতালীয় আমেরিকান। আয়েলোর মা ফ্রান্সেস-এর জন্ম ইতালির নেপল্‌স-এ, এবং বাবা ড্যানিয়েল লুইস আয়েলো, সিনিয়র, ছিলেন একজন শ্রমিক। আয়েলোর মা অন্ধ হয়ে যাবার পর তার বাবাই সংসারটি চালিয়ে নিয়ে যাচ্ছিলেন।[1][3][4] মাত্র ৭ বছর বয়সে আয়েলো ব্রনক্স ছেড়ে জেমস মনরো হাই স্কুলে পড়াশোনার উদ্দেশ্যে চলে যান।[4]

মৃত্যু

ড্যানি আয়োলো ২০১৯ সালের ১২ নভেম্বর ৮৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন।[5][6]

তথ্যসূত্র

  1. Danny Aiello Biography (1933?-)
  2. AIELLO, Danny International Who's Who. accessed September 1, 2006.
  3. HIS BUS CAME IN - New York Times
  4. Danny Aiello Biography - Yahoo! Movies
  5. "Danny Aiello of 'Do The Right Thing' and 'Moonstruck' dies at 86"CNN। ১৩ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০১৯
  6. "Danny Aiello, Do The Right Thing actor, dies at 86"BBC। ১৩ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০১৯

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.