ড্যানি আয়েলো
ড্যানিয়েল লুইস "ড্যানি" আয়েলো, জুনিয়র (ইংরেজি: Daniel Louis "Danny" Aiello, Jr.) (২০ জুন ১৯৩৩ – ১২ ডিসেম্বর ২০১৯)[1] একজন মার্কিন অভিনেতা ছিলেন। তিনি অভিনয় করেছেন ওয়ানস আপন আ টাইম ইন আমেরিকা, রুবি, দ্য গডফাদা: পার্ট টু, হাডসন হক এর মতো চলচ্চিত্রে। ১৯৮৯ নালে স্পাইক লিয়ের চলচ্চিত্র ডু দ্য রাইট থিং-এ অভিনয় করে তিনি সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেছিলেন।
ড্যানি আয়েলো | |
---|---|
![]() | |
পেশা | অভিনয় |
কার্যকাল | ১৯৭৩–২০১৯ |
দাম্পত্য সঙ্গী | স্যান্ডি কোহেন |
ওয়েবসাইট | DannyAiello.Com |
প্রাথমিক জীবন
আয়েলো ছিলেন তার মা-বাবার ছয় সন্তানের মধ্যে সবচেয়ে ছোট। তার জন্ম হয় নিউ ইয়র্কের ম্যানহাটনে।[2] তার মা-বাবা জাতিতে ছিলেন ইতালীয় আমেরিকান। আয়েলোর মা ফ্রান্সেস-এর জন্ম ইতালির নেপল্স-এ, এবং বাবা ড্যানিয়েল লুইস আয়েলো, সিনিয়র, ছিলেন একজন শ্রমিক। আয়েলোর মা অন্ধ হয়ে যাবার পর তার বাবাই সংসারটি চালিয়ে নিয়ে যাচ্ছিলেন।[1][3][4] মাত্র ৭ বছর বয়সে আয়েলো ব্রনক্স ছেড়ে জেমস মনরো হাই স্কুলে পড়াশোনার উদ্দেশ্যে চলে যান।[4]
তথ্যসূত্র
- Danny Aiello Biography (1933?-)
- AIELLO, Danny International Who's Who. accessed September 1, 2006.
- HIS BUS CAME IN - New York Times
- Danny Aiello Biography - Yahoo! Movies
- "Danny Aiello of 'Do The Right Thing' and 'Moonstruck' dies at 86"। CNN। ১৩ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০১৯।
- "Danny Aiello, Do The Right Thing actor, dies at 86"। BBC। ১৩ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০১৯।
বহিঃসংযোগ
- ইন্টারনেট মুভি ডেটাবেজে ড্যানি আয়েলো (ইংরেজি)
- অলমুভিতে ড্যানি আয়েলো (ইংরেজি)
- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট