লুইস হার্বার্ট গ্রে

লুইস হার্বার্ট গ্রে, পিএইচ.ডি. (১৮৭৫–১৯৫৫) ছিলেন একজন মার্কিন ভাষাবিজ্ঞানী যিনি নিউ জার্সিতে জন্মগ্রহণ করেন। তিনি প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে ১৮৯৬ সালে স্নাতক এবং কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে ১৯০০ সালে পিএইচ.ডি. ডিগ্রি লাভ করেন।

লুইস হার্বার্ট গ্রে
Louis Herbert Gray
জন্ম১৮৭৫
মৃত্যু১৯৫৫
জাতীয়তামার্কিন
যেখানের শিক্ষার্থীপ্রিন্সটন বিশ্ববিদ্যালয় (স্নাতক)
কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় (পিএইচডি)

কর্ম

  • গ্রে, লুইস হার্বার্ট (১৯০২)। Indo-Iranian Phonology with Special Reference to the Middle and New Indo-Iranian Languages (ইংরেজি ভাষায়)। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় প্রেস। পৃষ্ঠা ২৬৪।
  • গ্রে, লুইস হার্বার্ট; মামফোর্ড, ইথেল ওয়ার্ডস (১৯০৪)। The Hundred Songs of Kamal ad-Din of Isfahan (ইংরেজি ভাষায়)। চার্লস স্ক্রিবনার্স সন্স।
  • গ্রে, লুইস হার্বার্ট (১৯৩৯)। Foundations of Language (ইংরেজি ভাষায়)।

তথ্যসূত্র

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.