লিয়াকত আলী খান (ভারতীয় রাজনীতিবিদ)
লিয়াকত আলী খান (১৯৫৫ – ২৫ সেপ্টেম্বর ২০১৯) একজন ভারতীয় রাজনীতিবিদ ছিলেন যিনি ভারতীয় জনতা পার্টির রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তিনি চেঙ্গা বিধানসভা কেন্দ্র থেকে দুইবার আসাম বিধানসভার বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন।
লিয়াকত আলী খান | |
---|---|
আসাম বিধানসভা | |
কাজের মেয়াদ ১৯৯১ – ১৯৯৬ | |
পূর্বসূরী | মুখতার হোসেন |
উত্তরসূরী | শুকুর আলী আহমেদ |
সংসদীয় এলাকা | চেঙ্গা |
কাজের মেয়াদ ২০০৬ – ২০১১ | |
পূর্বসূরী | শুকুর আলী আহমেদ |
উত্তরসূরী | শুকুর আলী আহমেদ |
সংসদীয় এলাকা | চেঙ্গা |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ১৯৫৫ |
মৃত্যু | ২৫ সেপ্টেম্বর ২০১৯ (বয়স ৬৪) |
রাজনৈতিক দল | ভারতীয় জনতা পার্টি |
জীবনী
লিয়াকত আলী খান ১৯৫৫ সালে জন্মগ্রহণ করেন।[1] তিনি নির্দল প্রার্থী হিসেবে ১৯৯১ সালে চেঙ্গা থেকে আসাম বিধানসভার সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন।[2] তিনি সরকার গঠনের জন্য ভারতীয় জাতীয় কংগ্রেসকে সমর্থন প্রদান করেছিলেন। তিনি আসাম সরকার কর্তৃক কৃষি শিল্প বোর্ডের সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছিলেন। পরবর্তীতে, তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করেন।[1]
এরপর তিনি অসম গণ পরিষদে যোগদান করেন ও দলটির মনোনয়নে ২০০১ সালে চেঙ্গা থেকে বিধায়ক হিসেবে নির্বাচিত হন।[1][3] ২০১৬ সালে বিধানসভা নির্বাচনের পূর্বে তিনি সর্বভারতীয় সংযুক্ত গণতান্ত্রিক মোর্চায় যোগদন করেন।[1] তিনি ২০১৭ সালে দলটি ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন ও দলটির আসাম শাখার কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।[4]
তথ্যসূত্র
- "Ex-MLA Liakat Ali Khan passes away"। The Assam Tribune। ২৫ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০১৯।
- "Assam Legislative Assembly - Members 1991-96"। Assam Legislative Assembly। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০১৯।
- "Assam Legislative Assembly - Members 2006-2011"। Assam Legislative Assembly। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০১৯।
- "Former Chenga MLA Passes Away"। Pratidin Time। ২৫ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০১৯।