লধা রামজী
রামজী লধা নকুম (
ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | রামজী লধা নকুম | |||||||||||||||||||||||||||||||||||||||
জন্ম | ১০ ফেব্রুয়ারি, ১৯০০ পিধার, গুজরাত, ব্রিটিশ ভারত | |||||||||||||||||||||||||||||||||||||||
মৃত্যু | ২০ ডিসেম্বর, ১৯৪৮ রাজকোট, গুজরাত, ভারত | |||||||||||||||||||||||||||||||||||||||
ব্যাটিংয়ের ধরন | ডানহাতি | |||||||||||||||||||||||||||||||||||||||
বোলিংয়ের ধরন | ডানহাতি ফাস্ট | |||||||||||||||||||||||||||||||||||||||
ভূমিকা | বোলার | |||||||||||||||||||||||||||||||||||||||
সম্পর্ক | অমর সিং (ভ্রাতা) | |||||||||||||||||||||||||||||||||||||||
আন্তর্জাতিক তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
জাতীয় পার্শ্ব | ||||||||||||||||||||||||||||||||||||||||
একমাত্র টেস্ট (ক্যাপ ১৬) | ১৫ ডিসেম্বর ১৯৩৩ বনাম ইংল্যান্ড | |||||||||||||||||||||||||||||||||||||||
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ১ নভেম্বর ২০১৯ |
ঘরোয়া প্রথম-শ্রেণীর ভারতীয় ক্রিকেটে পশ্চিম ভারত দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ ডানহাতি ফাস্ট বোলার হিসেবে খেলতেন। এছাড়াও, নিচেরসারিতে ডানহাতে ব্যাটিং করতেন লধা রামজী।
প্রথম-শ্রেণীর ক্রিকেট
১৯২৩-২৪ মৌসুম থেকে ১৯৩৫-৩৬ মৌসুম পর্যন্ত লধা রামজী’র প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল। জ্যেষ্ঠ ভ্রাতা অমর সিংয়ের সাথে তুলনান্তে লম্বাটে গড়নের ও মজবুত ধরনের ফাস্ট-মিডিয়াম বোলার ছিলেন। প্রায় সকল খেলাতেই বোলিং উদ্বোধনে নামতেন। বোম্বে চতুর্দলীয় প্রতিযোগিতায় হিন্দু দলের পক্ষে খেলে উল্লেখযোগ্য সফলতা পেয়েছিলেন। এক দশকের অধিক সময় প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল। ১৮.৮০ গড়ে ১১১ উইকেট পেয়েছেন।
১৯৩১-৩২ মৌসুমে ফ্রিলুটার্স দলের পক্ষে খেলেন। নিজামস স্টেট রেলওয়ে এ দলের বিপক্ষে খেলায় তিনি ৮/১৪ ও ৪/৩২ পেয়েছিলেন। সহোদর অমর সিং অন্য আট উইকেট পেয়েছিলেন।[4]
আন্তর্জাতিক ক্রিকেট
সমগ্র খেলোয়াড়ী জীবনে একটিমাত্র টেস্টে অংশগ্রহণ করেছেন লধা রামজী। ১৫ ডিসেম্বর, ১৯৩৩ তারিখে সফরকারী ইংল্যান্ড দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। এরপর আর তিনি কোন টেস্টে অংশগ্রহণ করেননি। এটিই তার একমাত্র টেস্টে অংশগ্রহণ ছিল। নিজ দেশে অনুষ্ঠিত ভারতের উদ্বোধনী টেস্টে খেলেন। তবে, বোম্বে টেস্টে তেমন সুবিধে করতে পারেননি।
পায়ে গ্যাংগ্রিনে আক্রান্ত হন। তবে, তা থেকে নিষ্কৃতির জন্যে শৈলোপচারে রাজী হননি। অতঃপর ২০ ডিসেম্বর, ১৯৪৮ তারিখে গুজরাতের রাজকোট এলাকায় ৪৮ বছর বয়সে লধা রামজী’র দেহাবসান ঘটে।
তথ্যসূত্র
- List of India Test Cricketers
- "India – Test Batting Averages"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০১৯।
- "India – Test Bowling Averages"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০১৯।
- Freelooters v Nizam's State Railway A, 1931-32
আরও দেখুন
বহিঃসংযোগ
- ইএসপিএনক্রিকইনফোতে লধা রামজী
(ইংরেজি)
- ক্রিকেটআর্কাইভে লধা রামজী
(সদস্যতা প্রয়োজনীয়) (ইংরেজি)