রুয়েল মিয়া
রুয়েল মিয়া (জন্ম: ১৬ ডিসেম্বর ২০০০) একজন বাংলাদেশী ক্রিকেটার। [1] ২৯ অক্টোবর ২০১৮ সালে তিনি ২০১৮-১৯ জাতীয় ক্রিকেট লিগে সিলেট বিভাগের হয়ে প্রথম-শ্রেণীর ক্রিকেটে আত্মপ্রকাশ করেছিলেন। [2] তিনি ২৮ ফেব্রুয়ারী ২০১৯ সালে গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে ২০১৮-১৯ ঢাকা প্রিমিয়ার ডিভিশন টুয়েন্টি-২০ ক্রিকেট লিগে টি- টোয়েন্টি ক্রিকেটে আত্মপ্রকাশ করেছিলেন।[3] ৯ মার্চ ২০১৯ সালে তিনি ২০১৮-১৯ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে লিস্ট এ ক্রিকেটে স্থান অর্জন করেছিলেন।[4]
ব্যক্তিগত তথ্য | |
---|---|
জন্ম | ১৬ ডিসেম্বর ২০০০ |
উৎস: ক্রিকইনফো, ১ নভেম্বর ২০১৮ |
আরোও দেখুন
তথ্যসূত্র
- "Ruyel Miah"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১৮।
- "Tier 2, National Cricket League at Cox's Bazar, Oct 29 - Nov 1 2018"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১৮।
- "10th match, Group D (D/N), Dhaka Premier Division Twenty20 Cricket League at Dhaka, Feb 27-28 2019"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০১৯।
- "6th Match, Dhaka Premier Division Cricket League at Savar, Mar 9 2019"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০১৯।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.