অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব

অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব একটি বাংলাদেশি ক্রিকেট দল যারা ঢাকা প্রিমিয়ার লিগের ২০১৭-১৮ মৌসুমে অংশ নিয়েছিল।[1][2]

অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব
ইতিহাস
শিরোপার সংখ্যা
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ জয়
ঢাকা প্রিমিয়ার ডিভিশন টোয়েন্টি ২০ ক্রিকেট লিগ জয়

ইতিহাস

ক্লাবটি অগ্রণী ব্যাংকের মালিকানাধীন। এটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে পুরোনো ক্রিকেট ক্লাবের মধ্যে অন্যতম। দেশ স্বাধীনের পর আয়োজিত প্রথম ঘরোয়া ক্রিকেট লিগে অংশ নিয়েছিল দলটি।[3] ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ লিস্ট এ মর্যাদা পাবার পর প্রথমবারের মত তারা অংশ নেয় ২০১৭-১৮ মৌসুমে। তারা ২০১৬-১৭ মৌসুমের ঢাকা প্রথম বিভাগ লিগের গ্রুপ এ তে প্রথম স্থান অধিকারের মাধ্যমে ঢাকা প্রিমিয়ার লিগের ২০১৭-১৮ মৌসুমের আসরে অংশ নিতে পেরেছিল। কিন্তু, তারা টুর্নামেন্টে ১২ দলের মাঝে ১১ তম স্থান অধিকার করে এবং টুর্নামেন্ট থেকে অবনমিত হয়ে যায়।[4]

লিস্ট এ রেকর্ড

  • ২০১৭-১৮ : ১৩ ম্যাচে ৫ জয়, একাদশ স্থান, রেলিগেটেড।

তথ্যসূত্র

  1. "DPL fixtures announced"The Daily Star (Bangladesh)। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০১৮
  2. "100 players picked in the DPL 2018 players' draft"Cric Tracker। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০১৮
  3. "Other Matches played by Agrani Bank"CricketArchive। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০১৮
  4. "Brothers Union seal final-ball win to stay afloat in the DPL"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০১৮
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.