গাজী গ্রুপ ক্রিকেটার্স

গাজী গ্রুপ ক্রিকেটার্স একটি বাংলাদেশি ক্রিকেট দল যারা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে লিস্ট এ এবং ঢাকা প্রিমিয়ার ডিভিশন টোয়েন্টি ২০ ক্রিকেট লিগে টুয়েন্টি২০ ম্যাচ খেলে থাকে। দলটির পৃষ্ঠপোষক হল গাজী গ্রুপ।[1] দলটি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ২০১৬-১৭ মৌসুমের আসরে চ্যাম্পিয়ন হয়েছিল।

গাজী গ্রুপ ক্রিকেটার্স
ইতিহাস
শিরোপার সংখ্যা
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ জয়
ঢাকা প্রিমিয়ার ডিভিশন টুয়েন্টি-২০ ক্রিকেট লিগ জয়

লিস্ট এ রেকর্ড

  • ২০১৫-১৬: ১১ ম্যাচে ৫ জয়, অষ্টম।
  • ২০১৬-১৭: ১৬ ম্যাচে ১২ জয়, চ্যাম্পিয়ন[2]
  • ২০১৭-১৮: ১৬ ম্যাচে ৭ জয়, ষষ্ঠ।

টুয়েন্টি ২০ রেকর্ড

  • ২০১৮-১৯ : ২ ম্যাচে ১ জয়, গ্রুপপর্ব।[3]

তথ্যসূত্র

  1. "Gazi Social Welfare"। Gazi Group। ১৭ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১৬
  2. "Gazi win maiden DPL title despite losing last game"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৬ জুন ২০১৭
  3. "Prime Doleshwar march to semi-finals beating Gazi Group"United News of Bangladesh। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০১৯
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.