রিফাত বিন সাত্তার
রিফাত বিন সাত্তার (জন্ম জুলাই ২৫, ১৯৭৪) গ্র্যান্ডমাস্টার খেতাব বিজয়ী বাংলাদেশী দাবাড়ু। তিনি দাবায় বাংলাদেশের তৃতীয় গ্র্যান্ডমাস্টার।[1]
রিফাত বিন সাত্তার | |
---|---|
![]() | |
পূর্ণ নাম | রিফাত বিন সাত্তার |
দেশ | বাংলাদেশ |
জন্ম | ২৫ জুলাই ১৯৭৪ |
খেতাব | গ্র্যান্ডমাস্টার |
ফিদে রেটিং | ২৪৩৭ |
এলো রেটিং | ২৪৯২ (জুলাই, ২০০৫) |
র্যাঙ্কিং | ১৭৫৮ (নভেম্বর ২০১৩) |
কর্মজীবন
রিফাত আন্তর্জাতিক মাস্টার খেতাব পান ১৯৯৩ সালেই। তবে আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার খেতাব অর্জন করেন ২০০৬ সালে যখন তার ফিদে রেটিং ২৫০০ অতিক্রম করে। তার অর্জন করা তিনটি নর্মই ঢাকায় অনুষ্ঠিত দাবা প্রতিযোগিতায় অর্জিত। রিফাতের আগে দাবায় আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার খেতাব পেয়েছিলেন নিয়াজ মোর্শেদ ও জিয়াউর রহমান।
বহিঃসংযোগ
তথ্যসূত্র
- "Mohammedan's treble"। The Daily Star। নভেম্বর ১১, ২০১৩।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.